স্প্যানিশ সুপার কাপ

রিয়ালকে ফেভারিট মানছেন না জাভি

স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে ওসাসুনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

চলতি বছর দারুণ ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত দলটি। সে ধারায় স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে জায়গা করে নেয় লস ব্লাঙ্কোসরা। ফাইনালে অনেকেই তাদের এগিয়ে রাখছেন। তবে ফাইনাল ম্যাচে রিয়ালকে ফেভারিট মনে করেন না বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে ওসাসুনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। আগামী রোববার শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে দলটি।

তবে ফাইনালের আগে রিয়াল বন্দনায় মেতেছে ফুটবল ভক্তরা। বিশেষকরে সেমি-ফাইনালে আট গোলের রোমাঞ্চে যেভাবে অ্যাতলেতিকোকে হারায় দলটি। অনেকের মতে চলতি বছরের অন্যতম সেরা ম্যাচটি জিতে নিয়েছে তারা। নির্ধারিত সময়ের ম্যাচে দুই দফা পিছিয়ে পড়েও সমতা টানে রিয়াল। এরপর অতিরিক্ত সময় দুটি গোল আদায় করে জয় নিশ্চিত করে তারা।

তবে ম্যাচটি যখন এল ক্লাসিকো, তখন কাউকেই ফেভারিট মনে করেন না জাভি, 'ফাইনাল এখনও খেলা হয়নি। তারা কেবল (সেমি-ফাইনাল) জিতেছে। আমি (রিয়াল) মাদ্রিদের খেলা দেখেছি। তারা খুবই ভালো খেলেছে। আমার মনে হয় তারা এক বছর আগের চেয়ে এখন অনেক ভালো দল। তবে তারা ফেবারিট নয়।'

আর রিয়ালকে কেন ফেভারিট মনে করেন না তার ব্যাখ্যা দিয়েছেন তিনি, 'এটা এল ক্লাসিকো। আমার বিশ্বাস আমাদের সেরা ভার্সনটাই খুঁজে পাব। এক বছর আগে আমার কোচিংয়ে এটা সেরা ম্যাচের একটি ছিল। আজকের বিষয়টি সোজাসাপ্টা, আমাদের ফাইনাল উপভোগ করতে হবে এবং এরপর লড়াই করতে হবে।'

ওসাসুনার বিপক্ষে জয় নিয়ে বলেন, 'একটা সময় আমরা খেলাটা ধরতে পারি। আমরা বেশ আধিপত্য বিস্তার করেছি। আমাদের পায়ে বল ছিল, কিন্তু এটি কঠিন ছিল। কারণ তারা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। সেন্টার-ব্যাক লাফিয়ে উঠেছে, স্পেস খুঁজে পাওয়া খুব কঠিন ছিল।'

'আমরা জানতাম যে স্বাভাবিকের চেয়ে আমরা কম জেনারেট করতে যাচ্ছি। আমাকে ওসাসুনাকে তাদের খেলার জন্য অভিনন্দন জানাতে হবে। তবে সাধারণভাবে আমরা শান্ত একটি ম্যাচ খেলেছি, খুব দুর্দান্ত বা উজ্জ্বল নয়, তবে ভালো। আমরা আগে শেষ করতে পেরেছি এবং আমরা খুশি,' যোগ করেন জাভি।

সুপার কোপার গত আসরেও রিয়ালকে এগিয়ে রেখেছিলেন অনেকেই। সেবার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েও সুপার কোপার বার্সেলোনার বিপক্ষে সে অর্থে পাত্তাই পায়নি দলটি। ৩-১ গোলে জয় পেলেও সে ম্যাচে আরও অনেক বড় ব্যবধানে জিততে পারতো বার্সা। বার্সার হয়ে গোল দিয়েছিলেন গাভি, লেভানদোভস্কি ও পেদ্রি। তবে এবার তাদের দুইজনকেই চোটের কারণে পাচ্ছে না কাতালানরা।

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

1h ago