সাকিবের না থাকা স্বস্তি মাশরাফিদের জন্য
চোখের সমস্যা সমাধানে লন্ডনে গিয়েছিলেন রংপুর রাইডার্সের সাকিব আল হাসান। কিন্তু সমস্যা এখনও থাকায় ফের সিঙ্গাপুর যাচ্ছেন এই অলরাউন্ডার। তাতে বিপিএলের একাধিক ম্যাচ মিস করতে পারেন তিনি। আর এমনটা হলে খুশিই হবে মাশরাফি বিন মুর্তজার দল সিলেট স্ট্রাইকার্স।
আগামী মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। সেই ম্যাচে সাকিবের না থাকার বিষয়টি এক প্রকার নিশ্চিত। তাতে কিছুটা হলেও শক্তি কমছে রংপুরের। কারণ ব্যাটিংয়ে ভুগলেও বল হাতে ঠিকই ঝলক দেখাচ্ছেন সাকিব। আগের দিন ফরচুন বরিশালের বিপক্ষে ১৬ রানের খরচায় নেন ২টি উইকেট।
রোববার বিসিবির একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করে সিলেট। সেখানেই অনুশীলনের ফাঁকে প্রতিপক্ষ শিবিরে সাকিব না থাকায় স্বস্তির কথা বলেছেন দলের অন্যতম ক্রিকেটার জাকির হাসান, 'অবশ্যই সাকিব ভাইয়ের মতো প্লেয়ার না থাকলে তো আমাদের জন্য একটু স্বস্তি। কিন্তু স্টিল আমাদের ভালো খেলতে হবে। যেই টিম হোক না কেন বা যেই প্লেয়ার হোক না কেন তাদের অ্যাগেইনেস্টে ভালো খেলতে হবে জিততে হলে।'
এদিকে নিজেদের দলে রয়েছেন মাশরাফির মতো কিংবদন্তি ক্রিকেটার। তার উপস্থিতি দলের জন্য বাড়তি অনুপ্রেরণার জানিয়ে জাকির বলেন, 'মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স থেকে মাশরাফি ভাইয়ের মাঠে থাকাটাই মেইন একটা মোটিভেশন বলতে পারেন। কারণ, উনি থাকলে অনেক ডিসিশনে ইজি হয়ে যায়। আমার কাছে যেটা মনে হইছে। তো এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।'
বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭০ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন জাকির। গতবারও বিপিএলের শুরুটা দারুণ ছিল তার। নিজের ধারাবাহিকতা নিয়ে এই ক্রিকেটার বললেন, 'আমি ধারাবাহিক মানে যেটা আমি চেষ্টার যে চেষ্টার কথা বললেন সেটা আসলে শুধু টি-টোয়েন্টিতে না, অল ফরম্যাটেই চেষ্টা করছি নিজেকে মেলে ধরার। পারফর্ম করার চেষ্টা করছি... চেষ্টা করছি মানিয়ে নেওয়ার।'
Comments