সাবিনাদের কাছে হারের ম্যাচে ফ্রি-কিকে সানজিদার দুর্দান্ত গোল

সানজিদার উল্লাস শেষমেশ টেকেনি। ছবি: ইস্ট বেঙ্গল ফেসবুক

ইন্ডিয়ান ওমেন্স লিগের (আইডব্লিউএল) এবারের আসরে খেলছেন বাংলাদেশের দুই ফুটবলার। কিকস্টার্ট এফসির প্রতিনিধিত্ব করছেন সাবিনা খাতুন, সানজিদা আক্তার ইস্ট বেঙ্গলের। দুজনের মুখোমুখি লড়াই নিয়ে তুমুল আগ্রহ দেশের ভক্ত-সমর্থকদের মধ্যে বিরাজ করলেও তাদেরকে হতাশই হতে হলো। জাতীয় দলের অধিনায়ক সাবিনা বদলি হিসেবে মাঠে নামলেন ৮৬তম মিনিটে। সানজিদা প্রায় ৪০ গজ দূর থেকে ফ্রি-কিকে দুর্দান্ত গোল করলেও হারের হতাশায় পুড়লেন।

সোমবার লিগের ২০২৩-২৪ মৌসুমের ম্যাচে কলকাতার ইস্ট বেঙ্গল মাঠে স্বাগতিকরা ৩-১ গোলে হেরেছে কিকস্টার্টের কাছে। মিডফিল্ডার সানজিদা শুরুর একাদশে থেকে পুরো ৯০ মিনিট খেললেও ফরোয়ার্ড সাবিনা কেবল নির্ধারিত সময়ের শেষের কয়েকটি মিনিট মাঠে ছিলেন।

ছবি: ইউটিউব থেকে সংগৃহীত

ঘরের মাঠে প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে ইস্ট বেঙ্গল। অরুণা বেগের লক্ষ্যভেদের পর ৩০তম মিনিটে কিকস্টার্টের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন সোনিয়া মারাক। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সফরকারীরা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান কমান সানজিদা। দূরপাল্লার ফ্রি-কিকে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানান তিনি। আইডব্লিউএলে এবারই প্রথম খেলতে গেছেন ২২ বছর বয়সী তারকা। আর নিজের দ্বিতীয় ম্যাচেই তিনি খুঁজে নিয়েছেন জাল।

তবে ইস্ট বেঙ্গলের ঘুরে দাঁড়ানোর আভাস স্থায়ী হয়নি বেশিক্ষণ। ৫৬তম মিনিটে কারিশমা শিরভোইকার কিকস্টার্টের হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

সহজ জয় পাওয়া কিকস্টার্ট লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ৮ ম্যাচে তাদের অর্জন ১৭ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ধুঁকতে থাকা ইস্ট বেঙ্গল পেয়েছে স্রেফ ৪ পয়েন্ট। তাদের অবস্থান সাত ক্লাবের আসরের পয়েন্ট তালিকার ছয়ে।

Comments

The Daily Star  | English

Election possible a week before Ramadan next year: Yunus tells Tarique

He said it will be possible if preparations completed, sufficient progress made in reforms and judicial matters

2h ago