চেলসি ছাড়ার কথা ভাবছেন রেকর্ড ট্রান্সফারে আসা এনজো!

বেনফিকা থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সবচেয়ে দামি দলবদলের রেকর্ড গড়েই চেলসিতে এসেছিলেন এনজো ফার্নান্দেজ। কিন্তু কোনোমতে এক বছর কাটাতেই সেই ক্লাব থেকে মন উঠে গেছে তার! চেলসি ছাড়ার কথা ভাবছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার! এমন সংবাদই প্রকাশ করেছে দলবদলের অন্যতম সংবাদমাধ্যম ফুটবল ট্রান্সফারস।

দীর্ঘদিনের প্রতিনিধি উরিয়েল পেরেজ সহ এনজোর এজেন্ট প্রতিভাবান এই মিডফিল্ডারের সম্ভাব্য সুযোগগুলো অন্বেষণ করতে এরমধ্যেই বিভিন্ন ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন বলে জানায় সংবাদমাধ্যমটি। তবে ঠিক কোন ক্লাবের সঙ্গে বা কাদের সঙ্গে এনজোর এজেন্টরা আলোচনা চালাচ্ছেন তা জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

২০২২ সালের জানুয়ারিতে সুপার এজেন্ট জর্জ মেন্ডেসের সহায়তায় প্রিমিয়ার লিগের রেকর্ড ১২১ মিলিয়ন ইউরোতে চেলসিতে যোগ দেন এনজো। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে তার দামের ট্যাগ অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হন এই আর্জেন্টাইন। চেলসিতে তার চুক্তি ২০৩২ সাল পর্যন্ত। রয়েছে এক বছর বাড়ানোর বিকল্পও।

বেনফিকার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পর তখন চেলসির চেয়ারম্যান টড বোহেলি এবং সহ-নিয়ন্ত্রক মালিক বেহদাদ এগবালি এক বিবৃতিতে বলেছিলেন, 'আমরা বিশ্বকাপ জয়ী এবং বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল প্রতিভাকে স্বাক্ষর করছি। আমরা তাকে গ্রাহামের (তৎকালীন কোচ) স্কোয়াডে যোগ করতে পেরে রোমাঞ্চিত এবং আমরা নিশ্চিত যে সে আমাদের দলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।'

মূলত কাতার বিশ্বকাপের নজরকাড়া পারফরম্যান্সেই মুগ্ধ হয় চেলসি। তখন একজন 'সম্পূর্ণ মিডফিল্ডার' হিসাবেই তাকে স্বাক্ষর করে দলটি। কিন্তু এখন পর্যন্ত তার পারফরম্যান্স বেশ সীমিত। এক বছরের বেশি সময় ওয়েস্ট লন্ডনের ক্লাবটিতে খেলে ৪৯ ম্যাচে অংশ নিয়ে মাত্র পাঁচটি গোল করেছেন এনজো। সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago