চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারা অনুপ্রেরণা ছিল বুফনের!

চ্যাম্পিয়ন্স লিগে তিন তিনটি ফাইনাল হারের পরও আক্ষেপ নেই বুফনের

ক্লাব ফুটবলে সবচেয়ে বড় মর্যাদার শিরোপাই মানা হয় চ্যাম্পিয়ন্স লিগকে। সেই শিরোপা লড়াইয়ে তিন তিনবার খেলেছেন ফাইনাল। কিন্তু প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে। ফলে ফুটবল ক্যারিয়ারে এই শিরোপা আর ছুঁয়ে দেখা হয়নি জিয়ানলুইজি বুফনের। তাতে হৃদয় ক্ষতবিক্ষত হওয়ার কথা তার। কিন্তু এ নিয়ে কোনো আক্ষেপই নেই। উল্টো এই হারকে অনুপ্রেরণা বানিয়ে এগিয়েছিলেন এই কিংবদন্তি গোলরক্ষক।

তবে ফুটবল ক্যারিয়ারে অর্জন কম নয় বুফনের। সবচেয়ে মর্যাদার শিরোপা বিশ্বকাপ ছুঁয়ে দেখেছেন ২০০৬ সালে। যে শিরোপার জন্য সবকিছুই বিসর্জন দিতে পারেন ফুটবলাররা। জুভেন্তাসের হয়ে জিতেছেন ১০টি স্কুদেত্তি। এছাড়া ছয়টি করে জিতেছেন কোপা ইতালিয়া ও সুপারকোপাও। সঙ্গে একটি উয়েফা কাপও। পিএসজির জার্সিতেও জিতেছেন একটি লিগা ওয়ান শিরোপা।

পার্মার হয়ে সিরি বি-তে দুই বছরের আবেগপূর্ণ স্পেলের পর গত মৌসুমের শেষে গ্লাভস জোড়া তুলে রেখেছেন বুফন। বর্তমানে ইতালির প্রতিনিধি দলের প্রধান হিসাবে কাজ করছেন। সম্প্রতি ইতালিয়ান সংবাদমাধ্যম ক্যালসিওমার্কেতোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাস্তবতার কথাই শোনালেন বুফন।

চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারা নিয়ে সাবেক এই গোলরক্ষক বললেন, 'এটা আমার জন্য কখনই ক্ষত ছিল না, আমার জন্য এটি ছিল আরও বড় কিছুর জন্য প্রতি বছর লড়াই করার অনুপ্রেরণা। জুভ বিশ্ব, সতীর্থ এবং পরিচালকদের জন্য আমি দুঃখিত এবং সমর্থকদের কাছেও। তারা সবাই প্রায় ত্রিশ বছর ধরে এই কাপের জন্য মুখিয়ে রয়েছেন।'

মূলত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারাকেই বড় করে দেখছেন বুফন। তবে এটা জিততে না পারায় কোনো আক্ষেপ নেই এই বিশ্বকাপ জয়ী এই তারকার, 'আমার জন্য, চ্যাম্পিয়ন্স লিগে খেলাই আনন্দের বিষয় ছিল, এটি জিতলে একটি বৃত্তের সমাপ্তি হত। কিন্তু আমি এসব পাত্তা দিই না।'

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

5h ago