ফেরার ম্যাচে দলের জয়ে এমবাপের গোল
চোট কাটিয়ে ফিরে শুরুতে কিছুটা মলিন ছিলেন কিলিয়ান এমবাপে। পিএসজিও ঠিক তাল পাচ্ছিল না তবে বিরতির পর ছন্দময় ফুটবল উপহার দিল তারা। ফেরার ম্যাচে গোল করলেন এমবাপে, তার সতীর্থ বাহলি বারকোলা করলেন দৃষ্টিনন্দন গোল। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে শেষ আটের পথে এগিয়ে গেল ফরাসী চ্যাম্পিয়নরা।
প্যারিসে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্প্যানিশ ক্লাব সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। শুরুতে তালগোল পাকানো ফুটবল খেলা পিএসজি জেগে উঠে বিরতির পর। ৫৮ মিনিটে কর্নার থেকে বল পেয়ে জালে জড়ান এমবাপে। ৭০ মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে দারুণ গোল করেন বারকোলা।
ম্যাচ জিতে এমবাপে জানান তাদের কাজ এখনো বাকি, 'আমরা আসল সময়ে গোল আদায় করতে পেরেছি। এখনো অনেক কাজ বাকি (পরের ধাপে যাওয়ার)। তবে এগিয়ে যেতে পারে বেশ ভালো।;
অধিনায়ক মার্কিনিউস বলেন, 'প্রথমার্ধে আমরা কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম কিন্তু আমরা জানতাম এমনটা হতে পারে। কোচ আমাদের সঙ্গে কথা বলেছেন, দ্বিতীয়ার্ধে তাই অ্যাপ্রোচ বদলে যায়।'
আগামী ৫ মার্চ সোসিয়েদাদের মাঠে ফিরতি লড়াইয়ে নামবে পিএসজি।
Comments