১৯৯০ বিশ্বকাপ ফাইনালে জার্মানির নায়ক ব্রেমা আর নেই

ম্যারাডোনার আর্জেন্টিনার বিপক্ষে ১৯৯০ বিশ্বকাপের ফাইনালের ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছিলেন ব্রেমা

পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮টি গোল করেছেন আন্দ্রেয়াস ব্রেমা। যার ৫টি বিশ্বকাপে। এরমধ্যে ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে শেষ দিকে করা একমাত্র গোলটিও আসে তার পা থেকে। সে জার্মান কিংবদন্তি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬৩ বছর বয়সে মারা গেছেন সাবেক এই ফুটবলার ও কোচ।

ব্রেমার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পার্টনার সুজান শেফা, 'অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে আমি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি যে আমার সঙ্গী আন্দ্রেয়াস ব্রেমা আজ রাতে হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন এবং প্রশ্ন করা থেকে বিরত থাকুন।'

এক শোক বার্তা দিয়ে ব্রেমার প্রয়াণে তার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ লিখেছে, 'আন্দ্রেয়াস ব্রেমার হঠাৎ মৃত্যুতে বায়ার্ন মিউনিখ গভীরভাবে শোকাহত। বিশেষ মানুষ এবং বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আন্দ্রেয়াস ব্রেমা সব সময় আমাদের হৃদয়ে থাকবেন।'

জার্মান সংবাদ মাধ্যম বিল্ডের সংবাদ অনুযায়ী, সোমবার রাতে ব্রেমা হৃদরোগে আক্রান্ত হলে তাকে মিউনিখে তার অ্যাপার্টমেন্টের কাছে জিমসেনস্ট্রাস হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

1h ago