তরুণদের নিয়ে জেতায় বেশি গর্বিত ডাইক
আক্রমণ-প্রতি আক্রমণে ভরপুর ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। সেখানে বাজিমাত করলেন অধিনায়কের দায়িত্ব পাওয়া ভার্জিল ফন ডাইক। আরও একবার ইংলিশ লিগ কাপের শিরোপা জিতল লিভারপুল।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ১-০ গোলে জয়ের দিন মোহামেদ সালাহ, দারউইন নুনেজ আলেক্সাজন্ডার আর্নল্ড, দিয়াগো জোটাকে পায়নি লিভারপুল। কোচ ইয়ুর্গেন ক্লপ মাঠে নামান এক ঝাঁক তরুণকে। ১৯ বছরের ববি ক্লার্ক, জেমস ম্যাককনেল, ১৮ বছরের জেইডেন ডেনস, ২১ বছরের জেরেল কুনেশকে বদলি হিসেবে নামতে দেখা গেছে।
অতিরিক্ত সময়ের খেলায় এই তরুণরা আলো কেড়েছেন। এটাকে নতুন দিনের একটা বার্তাও মনে করা হচ্ছে। ম্যাচ শেষে তারুণ্যের বন্দনায় মাতলেন অধিনায়ক ফন ডাইক, 'অতিরিক্ত সময়ে মাঠে সব তরুণ খেলোয়াড়রা ছিলো, এড়া অবিশ্বাস্য। ছেলেদের নিয়ে আমি গর্বিত। তারা সবাই তাদের নিজেদের কাজটা করেছে। প্রবল তীব্রতা ছিলো খেলায়। তাদেরও সুযোগ ছিলো, আমাদেরও ছিলো। দারুণ।'
অধিনায়ক হিসেবে আমার প্রথম ট্রফি। এটা সমর্থকদের জন্য। সবাই উপভোগ করুন।'
দুই বছর আগেও লিগ কাপের ফাইনালে লড়েছিল চেলসি-লিভারপুল। সেবার অতিরিক্ত সময়েও ফয়সালা না হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। ১১-১০ শটে গিয়ে আসে সমাধান। শিরোপা জিতেছিল লিভারপুল।
এবারও টাইব্রেকারের উত্তেজনার দিকে যাচ্ছিল ম্যাচ। কিন্তু ১১৮ মিনিটে দারুণ হেডে চেলসিকে স্তব্ধ করে দেন ফন ডাইক। অল রেডসরা মাতে উদযাপনে।
Comments