'হালান্ড একজন মেশিন'

মাঝে সময়টা ভালো যাচ্ছিল না আর্লিং হালান্ডের। চোটও ভোগাচ্ছিল বেশ। তবে সে সময়কে পেছনে ফেলে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছেন এই ফরোয়ার্ড। আগের দিন লুটন টাউনকে একাই গুঁড়িয়ে দিয়েছেন এই নরওজিয়ান। আর এই হালান্ডকে মেশিনের মতোই মনে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন।

মঙ্গলবার রাতে এফএ কাপের শেষ ষোলোর ম্যাচে লুটন টাউনকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। যেখানে হালান্ড একাই করেছেন ৫টি গোল। ম্যাচের ৭৭তম মিনিটে তাকে তুলে না নিলে হয়তো ডাবল হ্যাটট্রিকের দেখা পেয়েও যেতে পারতেন এই তারকা।

এর আগে ১০৭০ সালে এফএ কাপের এক ম্যাচে পাঁচ কিংবা তারও বেশি গোল করেছিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা জর্জ বেস্ট। আর সিটির হয়ে প্রথম খেলোয়াড় যিনি দুইবার এক ম্যাচে পাঁচটি করে গোল পেলেন। গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষেও পাঁচটি গোল করেছিলেন হালান্ড। অভিষেকের পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৩ ম্যাচে পেলেন ৭৯টি গোল।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পান হালান্ড। প্রথমার্ধেই পেয়ে যান হ্যাটট্রিকও। তবে প্রথমার্ধের শেষ দিকে ও দ্বিতীয়ার্ধের শুরুতে একটি করে গোল করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন লুটনের জর্ডান ক্লার্ক। তবে ৫৫ ও ৫৮তম মিনিটে আরও দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন হালান্ড। এরপর আর পেরে ওঠেনি লুটন। উল্টো ৭২তম মিনিটে কোকাভিচের গোলে ব্যবধান আরও বড় হয়।

ম্যাচ শেষে নগর প্রতিপক্ষ দলের সাবেক অধিনায়কের রয় কিনেরও উচ্ছ্বসিত প্রশংসা কুড়িয়ে নিয়েছেন হালান্ড। এই তারকার উচ্ছ্বসিত প্রশংসা করে আইটিভিতে কিন বলেন, 'এটি হাল্যান্ডের কাছ থেকে বিশ্বমানের (পারফরম্যান্স), বিশ্বমানের। সে দুর্দান্ত, অসাধারণ রান, স্বাভাবিক স্কোরার, দুর্দান্ত মনোভাব। সে একজন মেশিন।'

এমন দাপুটে পারফরম্যান্সের পর উচ্ছ্বসিত কিনও, 'এটা (গোল) আসছে, আমরা ফিরছি। আমি আমার সেরা ফর্মে ফিরছি। অবশেষে খুব ভালো অনুভব করছি। এটা অসাধারণ অনুভূতি। সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষায়। আরও আক্রমণ করা জন্য প্রস্তুত আমরা।'

Comments

The Daily Star  | English
Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

1h ago