ইউরোপে আমরা এসবে অভ্যস্ত: অশালীন অঙ্গভঙ্গি নিয়ে রোনালদো
শেষ পর্যন্ত এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আল-নাসর ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়াদ ডার্বিতে আল-শাবাবের বিপক্ষে ম্যাচ শেষে অশ্লীল অঙ্গভঙ্গি করায় এই নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুনতে হবে তাকে। তবে শাস্তি পেলেও কোনো অপরাধবোধ নেই রোনালদোর! ইউরোপে এসব করে অভ্যস্ত বলেই দাবি করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।
সৌদি আরবের সংবাদমাধ্যম আর-রিয়াদিয়া সংবাদ অনুযায়ী, তদন্তকালীন সময়ে রোনালদোর কাছে সেই ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছিল সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি। নিজের ব্যাখ্যায় এই পর্তুগিজ বলেন, 'আমি সব ক্লাবকে সম্মান করি। ম্যাচের পর যে উচ্ছ্বাস হয়েছে তা শক্তি এবং বিজয় প্রকাশ করে এবং এটা লজ্জাজনক নয়। ইউরোপে আমরা এসবে অভ্যস্ত।'
ঘটনাটি ঘটে গত রোববার ডার্বি ম্যাচ শেষে। আল-শাবাবের সমর্থকরা 'মেসি, মেসি' বলে স্লোগান দিতে থাকেন। তখন কানের পেছনে হাত নিয়ে সেই স্লোগান শুনছেন এমন ভঙ্গি করেন রোনালদো। এরপর আল-শাবাব সমর্থকদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করে জয় উদযাপন করেন এই পর্তুগিজ তারকা।
এই ঘটনা টিভি ক্যামেরায় প্রচার না হলেও তা ধারণ করেন কিছু সমর্থকরা। যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। এরপর এই ঘটনার তদন্ত শুরু করেছে সৌদি আরবের জাতীয় ফুটবল ফেডারেশন (এসএএফএফ)। ধারণা করা হয়েছিল জরিমানার সঙ্গে দুই ম্যাচ নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
এর আগে আরও এক দফা অশ্লীল আচরণ করেছিলেন রোনালদো। গত আল-হিলালের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচ শেষে টানেলে ফেরার পর 'মেসি, মেসি' স্লোগান দিয়ে রোনালদোর দিকে স্কার্ফ ছুঁড়ে দেন আল-হিলাল সমর্থকরা। সেই স্কার্ফ তুলে নিজের শর্টসের মধ্যে ঢুকিয়ে তা ফেলে দেন এই পর্তুগিজ। তবে সেই ঘটনা মাঠের বাইরে বলে কোনো শাস্তির মুখে পড়তে হয়নি তাকে।
Comments