'রিয়াদে দেখে নেব'- 'মেসি, মেসি' স্লোগানের উত্তরে রোনালদো

লিওনেল মেসির নাম শুনলে ইদানীং তেলেবেগুনে জ্বলে ওঠেন ক্রিস্তিয়ানো রোনালদো। এমনকি জবাব দিয়ে নানা প্রতিক্রিয়াও দেখান এই পর্তুগিজ তারকা। তাতে যেন 'মজা' পেয়ে বসেছেন প্রতিপক্ষ দলের সমর্থকরা। পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকাকে দেখলেই 'মেসি, মেসি' স্লোগান দিয়ে রাগানোর চেষ্টা করেন তারা।

আগের দিন রোববার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে ০-১ গোলের ব্যবধানে হেরেছে রোনালদোর ক্লাব আল-নাসর। ম্যাচে মাঝ বিরতির সময় রোনালদো যখন ট্যানেলের দিকে যাচ্ছিলেন, তখন প্রতিপক্ষ সমর্থকরা 'মেসি, মেসি' স্লোগান দিতে থাকেন। তখন বিস্ময়ে দুই হাত প্রসারিত করে পরে মাথা চেপে ধরেন রোনালদো। যেন বিশ্বাসই করতে পারছেন না বিষয়টা।

তবে এতেও শান্ত হননি আল-বাইন সমর্থকরা। ম্যাচ শেষেও একই কাণ্ড ঘটান। আবারও যখন ট্যানেলের পথে হাঁটা দেন রোনালদো, তখন ফের 'মেসি, মেসি' স্লোগান দিতে থাকেন তারা। এবার হাসতে হাসতে মাথা নাড়িয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, 'রিয়াদে দেখে নিব।'

আগের দিন আল-আইনের বিপক্ষে দারুণ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। ফলে হারতেই হয় আল-নাসরকে। তবে হারলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি তাদের। আগামী ১১ মার্চ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে দলদুটি।

এর আগে গত সপ্তাহে রিয়াদ ডার্বিতে আল-শাবাবের বিপক্ষে ম্যাচ শেষে অশ্লীল অঙ্গভঙ্গি করায় এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুনতে হয় রোনালদোকে। সেই ম্যাচ শেষে আল-শাবাবের সমর্থকরা 'মেসি, মেসি' বলে স্লোগান দিতে থাকেন। তখন কানের পেছনে হাত নিয়ে সেই স্লোগান শুনছেন এমন ভঙ্গি করে আল-শাবাব সমর্থকদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এই পর্তুগিজ তারকা।

Comments

The Daily Star  | English
Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

1h ago