চ্যাম্পিয়ন্স লিগ

হালান্ডের ঝলক, প্রতিপক্ষকে গুঁড়িয়ে শেষ আটে সিটি

erling haaland
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

প্রথম লেগ জিতে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটি দ্বিতীয় লেগেও প্রতিপক্ষকে পাত্তা দিল না আর্লিং হালান্ডদের আরেকটি সেরা দিনে বড় জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওয়ালার দল।

বুধবার ইত্তিহাদ স্টেডিয়ামে কোপেনহেগেনকে ৩-১ গোলে হারায় সিটি। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধান নিয়ে নিশ্চিত করে শেষ আটে নিজেদের জায়গা।

খেলার ৯ মিনিটের মধ্যেই ম্যানুয়েল আকাঞ্জি ও হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় সিটি। ২৯ মিনিটে কোপেনহেগেন এক গোল শোধ করলেও প্রথমার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোল করে সব উত্তেজনা নিভিয়ে দেন হালান্ড।

পুরো ম্যাচে প্রবল দাপট নিয়ে খেলছে সিটি। একের পর এক আক্রমণে ব্যস্ত রেখেছে প্রতিপক্ষের রক্ষণ। পঞ্চম মিনিটে আলভারেজের কর্নার থেকে জটলায় বল পেয়ে ভলিতে জালে জড়ান আকাঞ্জি।

আলভারেস নবম মিনিটে নিজেই গোল করেন। তার নেওয়া কর্নার ধরে রুদ্রিদ হেড বারে লেগে ফেরার পর আলভারেস বল পেয়ে নেন শট। সোজাসুজি শটটি ধরতে ভুল করে বসেন কোপেনহেগেন কিপার।

প্রতি আক্রমণ থেকে ২৯ মিনিটে এলিয়োনোসি দারুণ এক গোল শোধ দেন। তবে তাতে লাভ হয়নি। বিরতির ঠিক আগে রদ্রির বাড়ানো বল ধরে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জালে জড়ান হালান্ড।

বিরতির পর খেলায় আর তেমন উত্তাপ ছিলো না।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

2h ago