আবারও ভিনিসিউসের গোল, বড় জয়ে শিরোপার পথে এগিয়ে গেল রিয়াল
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের সঙ্গে ড্র করে পরের রাউন্ডে উৎরে গেলেও রিয়াল মাদ্রিদের খেলা মন ভরাতে পারেনি সমর্থকদের। সেই অস্বস্তি নিজেরাও টের পাচ্ছিলেন। কার্লো আনচেলেত্তি সেল্টা ভিগোর সঙ্গে বড় জয়ে তাই বেশ খুশি।
রোববার রাতে স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ম্যাচে রিয়ালের হয়ে গোল করা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস এই ম্যাচেও পান গোল। ২১ মিনিটে তার গোল ধরে রেখে জয়ের দিকে ছিলো রিয়াল। বিরতির পর শেষ দিকে দুটি আত্মঘাতি ও তুরস্কের ফরোয়ার্ড আদ্রা গুলের করেন এক গোল। তাতে বড় জয়ই নিশ্চিত হয় ফেভারিটদের।
এই জয়ে ২৮ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে ৬৯ পয়েন্ট হয়ে গেছে শীর্ষে থাকা রিয়ালের। দুইয়ে থাকা জিরোনার সমান ম্যাচে আছে ৬২ পয়েন্ট। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তিনে বার্সেলোনা। ৭ পয়েন্টে এগিয়ে যায় লিগ শিরোপা পুনরুদ্ধারে কার্লো আনচেলেত্তির দল তাই এখন পরিষ্কার ফেভারিট।
দারুণ জয়ের পর কোচ আনচেলেত্তি জানান, বুধবার এত বিবর্ণ ছিলেন তারা যে সেখান থেকে ভালো করা কঠিন কিছু ছিলো না, 'বুধবারের চেয়ে ভালো করা কঠিন ছিলো না। আমরা ভালো শুরু করেছি, আমরা সেট পিসগুলোর সুবিধা কাজে লাগিয়ে নিয়ন্ত্রণ করেছি।'
'আমরা খুশি। যেটা দরকার সেটা করতে পেরেছি। আমরা জানি মৌসুমের জন্য এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত।'
Comments