নতুন করে আবার ইনজুরিতে কোর্তুয়া
চোটের কারণে মৌসুমের শুরু থেকেই মাঠের বাইরে আছেন থিবো কোর্তুয়া। তবে সম্প্রতি ফিরেছিলেন দলের অনুশীলনে। খুব শীগগিরই প্রতিযোগিতামূলক ম্যাচে নামার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু নতুন করে আবার চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক। ফলে এই মৌসুমে মাঠে ফেরার সম্ভাবনা শেষ হয়ে গেল তার।
মাদ্রিদ ভিত্তিক সংবাদমাধ্যম মার্কা মঙ্গলবার বিকেলে তাদের প্রতিবেদনে জানিয়েছে, অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময়ই কান্নায় ভেঙে পড়েন এই গোলরক্ষক। পরে তার ডান হাঁটুতে একটি ছেঁড়া মেনিস্কাস ধরা পড়েছে বলে জানা গেছে। মেনিস্কাসের এই ক্ষতিতে আবার ছুঁড়িকাঁচির নিচে যেতে হবে তাকে। তাই আন্দ্রি লুনিনকেই দায়িত্ব চালিয়ে যেতে হবে এখন।
এর আগে গত আগস্টের শুরুতে অ্যান্টিরিয়োর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যায় কোর্তুয়ার। যে কারণে গত সাত মাস মাঠের বাইরে তিনি। পুনর্বাসন শেষে মাঠে ফিরতে মাত্র কয়েক সপ্তাহ দূরে ছিলেন এই গোলরক্ষক। মার্চের আন্তর্জাতিক বিরতির পর তাকে ফিরে পাওয়ার আশা করছিলেন রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি।
তবে পুরো মৌসুমের জন্য ছিটকে যাওয়া নতুন কিছু নয় কোর্তুয়ার জন্য। এর আগে ২০০৯/১০ পুরো মৌসুমে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি। কিন্তু সে সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর। জেঙ্কের হয়ে তার পেশাদার ক্যারিয়ারের অভিষেক হয়েছিল সবে মাত্র। তখনও এক নম্বর হিসাবে প্রতিষ্ঠিত হননি।
কোর্তুয়ার নতুন ইনজুরি বেলজিয়ামের জন্যও বড় ধাক্কা। এটা প্রায় নিশ্চিতভাবেই বোঝা যায় যে, এই গ্রীষ্মে জাতীয় দলের হয়ে ইউরো ২০২৪-এ অংশ নেওয়াটা কঠিন হয়ে যাবে তার জন্য। এ ধরণের চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার মাস সময় লাগে। ফলে সেই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে।
কোর্তুয়ার অভাবে অবশ্য এই মৌসুমে খুব একটা ভুগতে হয়নি রিয়াল মাদ্রিদকে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এখনও আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকায় লিগ শিরোপা পুনরুদ্ধারের কাছেই আছেন তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তার মতো গুণমান এবং বিশাল অভিজ্ঞতার একজন খেলোয়াড়কে না পাওয়া বড় ধাক্কা রিয়ালের জন্য।
Comments