গ্রিসকে হারিয়ে প্রথমবার ইউরোর মূল পর্বে জর্জিয়া
২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়ন গ্রিসকে রোমাঞ্চকর টাইব্রেকারে স্তব্ধ করে দিয়ে প্রথমবারের মতন মূল পর্বে জায়গা করে নিয়েছে জর্জিয়া। তাদের সঙ্গে মূল পর্ব নিশ্চিত করেছে ইউক্রেন ও জর্জিয়া।
মঙ্গলবার রাতে তিবলিসে টাইব্রেকারে গড়ানো ম্যাচ ৪-২ ব্যবধানে জেতে জর্জিয়া। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোল শূন্য ব্যবধানে।
টাইব্রেকারে জর্জিয়ার হয়ে গোল করেন জর্জি কোচোরাশভিলি, জুরিকো দাভিতাশভিলি, লাশা দিভালি ও নিকা কোয়েকওয়েস্কিরি। গ্রিসের কেবল ইয়োর্গিওস মাসৌরাস ও ইয়োর্গিওস ইয়াকোমাকিসে বল জাকে ঢুকাতে পারেন।
ইউরোর মূল পর্বে 'এফ' গ্রুপে ঠাঁই হয়েছে জর্জিয়ার। সেখানে আগে থেকেই আছে তুরস্ক, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র।
ইউরোর মূল আসরে উঠা ইউক্রেন খেলবে 'ই' গ্রুপে। তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়া।
আর পোলান্ড খেলবে 'ডি' গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্স।
২৪ দলের ইউরো শুরু হচ্ছে আগামী ১৪ জুন, ফাইনাল হবে ২৪ জুলাই।
Comments