শৈশবের ক্লাব সান্তোসে ফিরবেন নেইমার!

সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি শেষ করে ২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, এমন খবর প্রকাশ করেছে বেশ কিছু সংবাদ মাধ্যম।
৩২ পেরুনো তারকা বর্তমানে চোটের কারণে আছেন খেলার বাইরে। লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে পুনর্বাসনে থাকা ফরোয়ার্ড সম্প্রতি সান্তোসের খেলা দেখতে গিয়েছিলেন। কোপেন্তো পাউলিস্তা ফাইনালে পালমেইরাসকে হারিয়ে জেতে নেইমারের সাবেক দল। বিশেষ অতিথি হিসেবে সেই ম্যাচ দেখেন নেইমার।
খেলা শেষে সান্তোসের খেলোয়াড়দের সঙ্গে মিশে ভক্তদের অভিবাদনের জবাব দিতে দেখা যায় নেইমারকে। পরে ক্লাব কর্তারা ব্রাজিলিয়ান গণমাধ্যম ইউওএলকে নিশ্চিত করেন, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তার ছোটবেলার ক্লাবে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন।
গণমাধ্যমের খবর, নেইমার সান্তোসকে জানিয়েছেন, সৌদির ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হলেই সান্তোসে ফিরবেন তিনি।
আল-হিলালের সঙ্গে চুক্তি শেষ হলে নেইমারের যুক্তরাষ্ট্রর এমএলসে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ারও গুঞ্জন আছে। পুরনো বন্ধুদের সঙ্গে নেইমার যোগ দিতে পারেন বলেও সম্ভাবনার কথা শোনে গেছে একাধিকবার।
যদিও নেইমার নিজে সান্তোস কিংবা ইন্টার মিয়ামিতে যাওয়ার ব্যাপারে কোন কথাই বলেননি।
Comments