বার্নাব্যুতে ৩ গোল দিয়ে দারুণ খুশি গার্দিওলা

দারুণ নাটকীয়তা ও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ড্র হয়েছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি। ম্যাচের পরিস্থিতি বদলেছে বারবার। শেষ পর্যন্ত কেউ হারেনি। তবে জয় না পেলেও এই ফলাফলে দারুণ সন্তুষ্ট ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। বিশেষকরে রিয়ালের মাঠে তিনটি গোল দিতে পারায় দারুণ উচ্ছ্বসিত এই স্প্যানিশ কোচ।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক রিয়াল মাদ্রিদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। নিঃসন্দেহে এই ফলাফল সন্তোষজনক শিরোপাধারীদের জন্য। কারণ আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলার সুবিধা পাবে তারা। যেখানে রিয়ালের বিপক্ষে তাদের হারের কোনো রেকর্ড নেই।

এদিন বের্নার্দো সিলভার গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে গিয়েছিল সিটিই। তবে ১০ মিনিট যেতেই রুবেন দিয়াজের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল। এর দুই মিনিট পর স্বাগতিকদের এগিয়ে দেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে পাঁচ মিনিটের ব্যবধানে ফিল ফোডেন ও ইয়াস্কো ভারদিওল দুটি গোল করলে উল্টো এগিয়ে যায় সিটি। তবে ৭৯তম মিনিটে ফেদে ভালভার্দের গোলে শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচটি।

ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করে গার্দিওলা বলেন, 'এটা মাদ্রিদ, এটা বিশেষ কিছু।  অন্য কোথাও হলে ৩-২ মানে শেষ, কিন্তু এখানে কখনোই শেষ নয়। আমরা ফলাফল মেনে নিয়েছি। এক সপ্তাহ পরে আমাদের আবার দেখা হচ্ছে। ম্যানচেস্টারে আশা করি সব টিকিটই বিক্রি হয়ে যাবে। আমাদের সমর্থকেরা আমাদের সহযোগিতা করবেন একটা গোলে, বাকিটা আমরা করব। আমরা সেমিফাইনালে যাওয়ার চেষ্টা করব।'

আর কেন সন্তুষ্ট তার ব্যাখ্যাও দেন এই স্প্যানিশ কোচ, 'এটা ঠিক আছে, এটা বার্নাব্যু, আমার বন্ধু। প্রথমার্ধে সংযম ছিল না, মাদ্রিদের বিপক্ষে আমরা স্বাভাবিকের চেয়ে বেশি বল হারিয়েছি। দ্বিতীয়ার্ধে আমরা অবিশ্বাস্য ব্যক্তিত্ব নিয়ে খেলেছি এবং গোল করার চেষ্টা করেছি।'

'আমরা এটা করেছি। আমরা বার্নাব্যুতে তিনটি গোল করেছি, এটা সত্যিই দারুণ। এটি আমাদের জন্য এটা ভালো ফলাফল, অবশ্যই। এই দলটি (রিয়েল) সম্পর্কে আমার খুব ভালো জানা আছে - তারা একটা কেকের টুকরো নয়,' যোগ করেন গার্দিওলা।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরেও নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল দলদুটি। গত আসরে এবারের মতো সেমিতেই দেখা হয়েছিল তাদের। সেবার বার্নাব্যতে প্রথম আসরে ১-১ গোলে ড্র করলেও ইতিহাদে ৪-০ গোলের বড় জয়ে ফাইনালে ওঠে সিটিজেনরা। তবে এর আগের মৌসুমে সেমিতে ইতিহাদে ৪-৩ গোলে হারলেও ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জিতে ফাইনালের টিকেট পায় রিয়াল।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

45m ago