পিএসজির 'স্পেশাল' শিরোপা

শেষ ১২ মৌসুমের ১০ বারই লিগ ওয়ানের শিরোপা গিয়েছে পিএসজির ঘরে। লিগ শিরোপাকে এক প্রকার নিজেদের সম্পদেই পরিণত করেছে প্যারিসের ক্লাবটি। কিন্তু তারপরও চলতি মৌসুমের শিরোপা জিতে এটাকে আরও স্পেশাল বললেন ক্লাব সভাপতি নাসের আল-খেলাইফি।

আগের দিন রোববার অলিম্পিক লিওঁর কাছে মোনাকোর হারেই টানা তৃতীয় শিরোপা নিশ্চিত হয়ে যায় পিএসজির। ৩১ রাউন্ড শেষে ২০ জয় ও ১০ ড্রয়ে ৭০ পয়েন্ট তাদের। ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোনাকো। অর্থাৎ শেষ তিন রাউন্ডে হারলেও পিএসজিকে ছুঁতে পারবে না মোনাকো।

দলের দ্বাদশ শিরোপা জয়ে দারুণ উচ্ছ্বসিত ক্লাব সভাপতি, 'লিগ শিরোপা জেতা অসাধারণ, তবে প্যারিস সেন্ট-জার্মেইর সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দ্বাদশ শিরোপা জেতা আরও বেশি স্পেশাল। অভিনন্দন সকল খেলোয়াড়কে, কোচ এনরিকে এবং তার কর্মীদের, লুইস ক্যাম্পোস এবং তার বিভাগকে, সেইসঙ্গে ক্লাবের সকল সদস্যকে।'

'মৌসুমের শুরু থেকেই আমরা ঐক্যবদ্ধ দল। আমি সমর্থকদের ভুলিনি, যারা ফলাফল নির্বিশেষে অসাধারণ ছিল। পরিবার হিসেবে আমরা এই উপলক্ষ উদযাপন করব এবং মৌসুমের শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচে কঠোর পরিশ্রম করে যাব,' যোগ করেন খেলাইফি।

তবে নিজেদের আগের ম্যাচ জিতেই শিরোপা উল্লাসে মাততে পারতো পিএসজি। কিন্তু লা হার্ভের সঙ্গে শনিবার হারতে হারতে কোনোমতে ড্র করে দলটি। তাতে অপেক্ষা বাড়ে। তবে অপেক্ষার প্রহর খুব লম্বা হয়নি মোনাকোর হারে। লিওঁর ৩-২ গোলের ব্যবধানে হারে লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হয়ে যায় পিএসজির।

লিওনেল মেসি ও নেইমারকে ছেড়ে দেওয়ার পর চলতি মৌসুম শেষে কিলিয়ান এম বাপের চলে যাওয়ার বিষয়টিও মৌসুমের মাঝেই জানতে পারে পিএসজি। তাই বাড়তি চ্যালেঞ্জ ছিল নতুন কোচ লুইস এনরিকের জন্য। তবে প্রথম মৌসুমেই সফল হয়েছেন সাবেক বার্সা বস। এই মৌসুমে আরও তিনটি শিরোপা জিতে নেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। চ্যাম্পিয়ন্স লিগসহ ঘরোয়া দুটি প্রতিযোগিতাতেই টিকে আছে তারা।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

6h ago