'বুদ্ধিমান এমবাপে' রিয়ালে যাচ্ছেন 'ক্যারিয়ারের উন্নতি করতে'

ভিনিসিয়ুস ও বেলিংহ্যামের সঙ্গে এমবাপেকে নিয়ে রিয়ালে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বলে মনে করেন নিস্টলরয়
ছবি: এএফপি

গুঞ্জনের শুরু সেই ২০১৮ বিশ্বকাপের পর থেকেই। তবে সেই গুঞ্জনের বাস্তবায়ন অবশেষে হতে যাচ্ছে। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছাকাছি কিলিয়ান এমবাপে। নিজেদের ক্যারিয়ারের উন্নতি করতে মূলত ব্যালন ডি'অর জিততেই এমবাপেকে রিয়ালে যোগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন দলটির সাবেক তারকা ফুটবলার রুড ফন নিস্টলরয়।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ০-১ গোলে হেরে গেছে এমবাপের দল পিএসজি। জার্মান ক্লাবটির মাঠে প্রথম লেগেও তারা হেরেছিল একই ব্যবধানে। ফলে ২-০ ব্যবধানের অগ্রগামিতায় এমবাপেদের হতাশ করে ফাইনালের টিকিট কাটে ডর্টমুন্ড।

এই হারে পিএসজির সঙ্গে ধাক্কা খেয়েছেন এমবাপেও। ব্যালন ডি'অর জয়ের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে তার জন্য। তবে অধরা এই স্বপ্ন পূরণে রিয়াল মাদ্রিদই তার জন্য সঠিক জায়গা বলে মনে করেন নিস্টলরয়, 'কিলিয়ান একজন খুবই বুদ্ধিমান ছেলে ও খেলোয়াড় এবং ও এখনও খুব তরুণ। আমি নিশ্চিত যে ও মনে করে যে ওর ক্যারিয়ারে উন্নতি করতে এবং ব্যালন ডি'অর জিততে ওর মাদ্রিদের হয়ে খেলা উচিত।'

গত মৌসুমটা খুব একটা ভালো গেলেও চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল। এরমধ্যেই লা লিগার শিরোপা নিশ্চিত করছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগও জিতে নিতে পারে তারা। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরে আজ বুধবার রাতে ফিরতি লেগে খেলবে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। নাটকীয় কিছু না হলে ফাইনালের টিকিট পাওয়ার খুব কাছেই দলটি।

মূলত জুড বেলিংহ্যামকেই আমূল বদলে গিয়েছে রিয়াল। দারুণ ছন্দে আছেন ভিনিসিয়ুস জুনিয়রও। এই দুই তারকার সঙ্গে এমবাপে যোগ দিলে বিধ্বংসী আক্রমণভাগ তৈরি হবে বলে মনে করেন নিস্টলরয়, '(এমবাপে) নম্বর নাইন হিসাবে খেলবে। আক্রমণে খেলোয়াড়দের অনেক স্বাধীনতা দেন আনচেলত্তি। কখনো এমবাপে আবার কখনো ভিনিসিয়ুস এই অবস্থানে শুরু করবে, এমনকি রদ্রিগোও, যেমনটি এই বছর হয়েছে। বেলিংহ্যামকে পিছনে রেখে এই ত্রিশূলের গতি অপ্রতিরোধ্য হতে চলেছে। ওদের নিয়ে একটি যুগ শুরু করতে যাচ্ছে মাদ্রিদ।'

Comments

The Daily Star  | English

Bodies recovered from Raisi helicopter crash site

President Raisi, the foreign minister and all the passengers in the helicopter were killed in the crash, senior Iranian official told Reuters

5h ago