এমবাপের হৃদয়জুড়ে আছে মিলান

রিয়াল মাদ্রিদের পার ভক্ত কিলিয়ান এমবাপে। ফুটবলের সামান্য খবরও যারা রাখেন তারা সবাই এই তথ্য জানেন। তবে শুধু রিয়ালই নয়, ইতালিয়ান ক্লাব এসি মিলানেরও বড় ভক্ত তিনি। এমনকি একদিন এই ক্লাবের হয়ে খেলার স্বপ্নও দেখেন বলে জানান বিশ্বকাপ জয়ী এই ফরাসি।

এই গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ছেড়ে যাচ্ছেন এমবাপে। এখনও কোনো কিছু নিশ্চিত না করলেও জোড় গুঞ্জন রয়েছে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদের সঙ্গে এরমধ্যেই চুক্তি করে ফেলেছেন তিনি। মাদ্রিদে খেলার স্বপ্ন দেখলেও মিলানও যে তার হৃদয়ে একই রকম জায়গা করে রেখেছে তা সম্প্রতি স্বীকার করেছেন তিনি।

স্কাই ইতালিতে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপে বলেছেন, 'আমরা জানি না (ভবিষ্যতে) কি ঘটতে পারে, তবে আমি যখন ছোট ছিলাম তখন আমি মিলানের ভক্ত ছিলাম এবং আমি সবসময় বলতাম যে একদিন আমি তাদের হয়ে খেলব। কখনো ইতালিতে গেলে মিলানেই যাব।'

শুধু এমবাপে নয় তার পরিবারের সবাই মিলানের ভক্ত। একই সঙ্গে তিনি এবং তার পরিবারের সবাই সিরি আর ম্যাচও নিয়মিত দেখেন বলে জানান এই ফরোয়ার্ড, 'আমি সবসময় সিরি এ এবং মিলানের প্রতিটি ম্যাচ দেখি কারণ আমার পরিবার এবং আমি সবসময়ই ভক্ত। সিরি এ একটি দুর্দান্ত চ্যাম্পিয়নশিপ এবং পরের বছর তাদের চ্যাম্পিয়ন্স লিগে অন্য যে কোনো লিগের চেয়ে বেশি দল থাকবে, হয়তো আমি তাদের কোনো দলের মুখোমুখি হব। এবং সেখানে যাব।'

একই সঙ্গে পিএসজিতে খেলতে পারার জন্য কৃতজ্ঞ এমবাপে, 'আমি মনে করি আপনি যখন একটি ক্লাবে সাত বছর কাটান, আপনি খেলোয়াড়, ভক্তদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। অবশ্যই গোল ও ট্রফিও রয়েছে, তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কেমন সম্পর্ক গড়ে তুলেছেন। একটি দলের অংশ হওয়া, যা আপনি জীবনেও ভুলে পারবেন না। আমার জন্য এটা বিশেষ ছিল এবং আমি পিএসজিতে সুযোগ পাওয়ায় কৃতজ্ঞ।'

'ছোটবেলায় আমি একজন ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলাম। আমার স্বপ্ন ছিল যতটা সম্ভব ট্রফি জেতার, কিন্তু এখন অভিজ্ঞতা থেকে আমি মনে করি যারা আপনাকে, আপনার পরিবার, আপনার পরিবারকে দেখে তাদের আবেগ, আনন্দ এবং অনুপ্রাণিত করা আরও গুরুত্বপূর্ণ। সতীর্থদেরও,' যোগ করেন এই ফরাসি ফরোয়ার্ড।

Comments

The Daily Star  | English

US tariff threatens export economy

The tariff places Bangladesh at an immediate disadvantage against regional competitors in the garment trade.

9h ago