রোমেরোর অ্যাসিস্টে 'অবাক' দি মারিয়া

ইকুয়েডরের তিন ডিফেন্ডারকে এড়িয়ে ক্রিস্টিয়ান রোমেরো যে পাস দিলেন তা পেয়েই জয়সূচক গোলটি করেন আনহেল দি মারিয়া।

মূল কাজ তার রক্ষণভাগ সামলানো। তবে সেটপিসগুলোতে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করতেও পটু। তাই বলে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে অ্যাসিস্ট! ইকুয়েডরের তিন ডিফেন্ডারকে এড়িয়ে ক্রিস্টিয়ান রোমেরো যে পাস দিলেন তা পেয়েই জয়সূচক গোলটি করেন আনহেল দি মারিয়া। রোমেরো এমন নিখুঁত পাস দিবেন তা ভাবতেই পারেননি এই ফরোয়ার্ড।

শিকাগোর সোলজার ফিল্ডে বাংলাদেশ সময় সোমবার ভোরে প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। প্রথমার্ধের ৪০তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন দি মারিয়া। রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে এই বেনফিকা ফরোয়ার্ডকে পাসটি দিয়েছিলেন রোমেরো।

ম্যাচ শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রোমেরোর পাস সম্পর্কে দি মারিয়া বলেন, 'আমি কখনই ভাবিনি যে কুতি (ক্রিস্টিয়ান রোমেরো) আমাকে পাসটা দেবে কারণ ও যে পাসটি দিয়েছে এটা দুর্দান্ত ছিল। এই জয় আমাদের প্রাপ্য ছিল।'

মূলত কোপা আমেরিকাকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতেই এদিন ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা। টুর্নামেন্টের আগে এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন দি মারিয়া, 'আমরা কেমন আছি তা দেখানোর জন্য আজ একটি ভালো ম্যাচ ছিল। গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা ভালো আছি এবং লক্ষ্য অর্জনের আশায় আছি।'

নিজেদের ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে জানিয়ে আরও বলেন, 'সবসময়ের মতো আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং আমাদের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। ইকুয়েডর এমন প্রতিপক্ষ যাদের সঙ্গে আমাদের কোপা আমেরিকায় দেখা হতে পারে। আমরা জানি যে এটা একটি জটিল টুর্নামেন্টের চেয়েও বেশি হতে চলেছে।'

আগামী ২১ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে এবারের কোপা আমেরিকা। প্রথম দিনেই কানাডার মুখোমুখি হবে শিরোপাধারীরা। তবে এর আগে আরও একটি প্রীতি ম্যাচে শনিবার গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামবে তারা।  

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago