অবসরের পর ফুটবলের সঙ্গে থাকার পরিকল্পনা নেই রোনালদোর

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পরও ফুটবলের মায়া ছাড়তে পারেন না অনেকে। তাদেরকে পেশা হিসেবে বেছে নিতে দেখা কোচিংকে। তবে এমন কিছুর পরিকল্পনা আপাতত নেই পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর।

বয়স ছাড়িয়ে গেছে ৩৯ বছর। এই বয়সেও বেশ দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন পাঁচবারের ব্যালন দি'অরজয়ী ফরোয়ার্ড রোনালদো। ক্লাব পর্যায়ে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে গোলের পর গোল করছেন। তবে বয়সের কারণে চাইলেও বেশিদিন আর খেলা চালিয়ে যাওয়ার উপায় নেই তার।

পর্তুগিজ চ্যানেল নাউকে ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রোনালদো বলেছেন, 'এই মুহূর্তে আমি মূল দল বা কোনো দলেরই কোচ হওয়ার কথা ভাবছি না। এটা আমার মাথায়ও আসে না। আমি কখনোই এটা নিয়ে ভাবিনি। আমি ভবিষ্যতে এরকম কিছু দেখছি না।'

তাহলে রোনালদোর ভাবনা কী? রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসের সাবেক এই তারকা জানান, 'আমি নিজেকে ফুটবলের বাইরে অন্য কিছু করতেই দেখছি। কিন্তু ভবিষ্যতে কী লেখা আছে তা একমাত্র ঈশ্বরই জানেন।'

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর পর্তুগালের উয়েফা নেশন্স লিগের ম্যাচ রয়েছে যথাক্রমে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। এখনও অবশ্য দল ঘোষণা করেননি দলটির কোচ রবার্তো মার্তিনেজ। রোনালদো আছেন স্কোয়াডে ডাক পাওয়ার অপেক্ষায়।

আরও কিছুদিন জাতীয় দলের জার্সিতে খেলতে চান সিআর সেভেন খ্যাত এই ফুটবলার, 'এই মুহূর্তে আমি যা চাই তা হলো, জাতীয় দলকে তাদের আসন্ন ম্যাচগুলোতে সাহায্য করতে পারা। আমাদের সামনে নেশন্স লিগ রয়েছে এবং আমি সত্যিই খেলতে চাই।'

কবে পর্তুগালকে বিদায় বলবেন এমন প্রশ্নে ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক জবাব দেন, 'যখন আমি জাতীয় দল ছাড়ব, আমি কাউকে আগে থেকে কিছু বলব না। আমার দিক থেকে এটি খুব স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত হবে। তবে এটি খুব চিন্তাভাবনা করেও নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Will resign if govt interferes in election process: CEC

He has issued a stern warning against any kind of irregularity ahead of the polls

37m ago