কলম্বিয়ার বিপক্ষে দুই খেলোয়াড় নিয়ে শঙ্কা আর্জেন্টিনার

লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াকে ছাড়া প্রথম মিশন সফল আর্জেন্টিনার। চিলির বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে দলটি। এবার তাদের সামনে শক্তিশালী কলম্বিয়া। যে দলটি গত ২৯ ম্যাচে হেরেছে কেবল একটিতে। তবে এই ম্যাচে নিয়মিত একাদশের দুই খেলোয়াড়কে পাওয়া নিয়ে শঙ্কায় আছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

রবার্তো মেলেন্দেজ মেত্রোপলিতন স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত আড়াইটায় কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের অষ্টম রাউন্ডের এই ম্যাচের জন্য রোববার সন্ধ্যায় ব্যারানকুইলায় পৌঁছেছে আলবিসেলেস্তেরা।

কলম্বিয়া ম্যাচে লিওনেল স্কালোনির প্রধান উদ্বেগের বিষয় হলো নিকোলাস গঞ্জালেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তারের চোট। গোড়ালির চোটে ভুগছেন গঞ্জালেজ এবং ম্যাক অ্যালিস্তারের সমস্যা অ্যাডাক্টর পেইন। মনুমেন্তালে চিলির বিপক্ষে ৩-০ গোলের দিনে আহত হয়েছিলেন তারা।

দেশ ছাড়ার আগে তাদের নিয়ে কোচ স্কালোনি বলেছেন, 'দল ভালো করছে, শক্তি ফিরে পেয়েছে। নিকো আলাদাভাবে প্রশিক্ষণ নিয়েছে, অ্যালেক্সিস আমাদের সঙ্গেই করেছে। আমরা দেখব কীভাবে জিনিসগুলো বিকশিত হয়। আমাদের খুব বেশি চাহিদাপূর্ণ প্রশিক্ষণ সেশনও ছিল না। আমরা দেখব।'

এছাড়া চোট সমস্যায় এরমধ্যেই স্কোয়াড থেকে ছিটকে গেছেন হুয়ান মুসো। পিঠের সমস্যায় ভুগছেন, যা এক সপ্তাহ আগে অ্যাতলেতিকো মাদ্রিদে তার শেষ খেলায় পেয়েছেন। লা লিগায় অভিষেকে অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামসের সঙ্গে এই গোলরক্ষক সংঘর্ষে জড়িয়ে পড়ে আহত হন। অবশ্য তিনি নিয়মিত সদস্য নন। এমিলিয়ানো মার্তিনেজ থাকছেন গোলবারে। বিকল্প হিসেবে আছেন জেরোনিমো রুলি ও ওয়ালতার বেনিতেজ।

ম্যাক অ্যালিস্টার এবং গঞ্জালেজ সন্দেহের মধ্যে থাকায় কলম্বিয়ার বিপক্ষে শুরুর লাইনআপে বিভিন্ন বিকল্প বিবেচনা করছেন স্কালোনি। লিয়েন্দ্রো পেরেদেস এবং জিওভানি লো সেলসো মিডফিল্ডের জায়গাটির জন্য লড়াই করছেন। অন্যদিকে নিকোর বিকল্প পাওলো দিবালা, যিনি ১০ নম্বর জার্সি পরে খেলেছেন চিলির বিপক্ষে এবং বদলি নেমে একটি গোলও করেছিলেন।

এদিকে রক্ষণেও পরিবর্তন করার কথা বিবেচনা করছেন স্কালোনি। বিশেষ করে লুইস দিয়াজের কারণে ফুল-ব্যাকও পরিবর্তন করতে পারেন তিনি। গঞ্জালো মন্তিয়েল ও মার্কোস আকুনা খেলতে পারেন নাহুয়েল মোলিনা ও লিসান্দ্রো মার্তিনেজের জায়গায়। তবে নিকোলাস ওতামেন্দির জায়গায় সেন্টার ব্যাকে দেখা যেতে পারে লিসান্দ্রোকে।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

2h ago