এবার ওলমোকে হারাল বার্সেলোনা

কমপক্ষে ৫ সপ্তাহের জন্য ছিটকে গেলেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

জিরোনার বিপক্ষে উড়ন্ত জয়ের পর স্বস্তি ছিল না বার্সেলোনা শিবিরে। কারণ চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন চলতি মৌসুমেই বার্সায় ফিরে আসা দানি ওলমো। অপেক্ষা ছিল পরীক্ষার ফলাফলের। তবে বড় এক দুঃসংবাদ পেয়েছে দলটি। কমপক্ষে পাঁচ সপ্তাহের জন্য ছিটকে গেলেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

আজ সোমবার এক বিবৃতি দিয়ে ওলমোর চোটের কথা জানায় বার্সেলোনা। গতকাল এস্তাদি মুনিসিপাল দে মন্তিলিভিতে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে বার্সেলোনার ৪-১ গোলের জয়ের ম্যাচে দলের হয়ে তৃতীয় গোলটি করেছিলেন ওলমো। ৬১তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মাঠ ছাড়েন তিনি।

জানা গেছে আগামী ২০ অক্টোবর লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে ফেরার সম্ভাবনা নেই ওলমোর। এরমাঝে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ছয়টি ম্যাচ খেলবে কাতালানরা। যেখানে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচই আছে দুইটি। বৃহস্পতিবার মোনাকোর বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু করবে দলটি।

ওলমোর চোটে পড়া নিঃসন্দেহে বড় আঘাত বার্সেলোনার জন্য। চলতি মৌসুমে দলটির উড়ন্ত যাত্রার অন্যতম নায়ক ছিলেন তিনি। একই সঙ্গে বার্সেলোনার চোটে থাকা ফুটবলারদের তালিকাও দীর্ঘ হলো। রোনালদ আরাহো, আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন, মার্ক বার্নাল, ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও ফার্মিন লোপেজ রয়েছেন মাঠের বাইরে। আর চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও ম্যাচে নামা হয়নি আনসু ফাতি ও গাভির।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

9h ago