রিয়াল-বায়ার্নের হোঁচট, জয় পেল লিভারপুল-জুভেন্তাস

চ্যাম্পিয়ন্স লিগে হতাশাপূর্ণ একটি রাত কাটিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লিলের মাঠে সাদামাটা পারফরম্যান্সে হারতে হয় তাদের। হেরেছে টুর্নামেন্টের আরেক জায়ান্ট বায়ার্ন মিউনিখও। ৪১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরার দিনে চমক দেখিয়ে জার্মান দলটিকে হারিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। অন্যদিকে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল ও জুভেন্তাস।

বুধবার রাতে ডেকাথলন অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিলের কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। প্রথমার্ধের যোগ করা সময়ে সফল স্পটকিক থেকে জয়সূচক গোলটি করেন জনাথন ডেভিড। যে কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল দলদুটি। সেখানে দারুণ জয় তুলে নেয় ফরাসি ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচ পর হারল রিয়াল।

একই রাতে ভিলা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের ফেরার ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলের ব্যবধানে হারায় অ্যাস্টন ভিলা। ম্যাচের ৭৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় জন দুরান। নিজেদের অর্ধ থেকে দেওয়া ডিফেন্ডার পাউ তোরেসের থ্রু পাস পেয়ে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন এই কলম্বিয়ার ফরোয়ার্ড। এর আগে ১৯৮২ সালে এই বায়ার্নকেই ফাইনালে হারিয়ে তৎকালীন ইউরোপিয়ান কাপ প্রথম ও শেষবারের মতো জিতেছিল ভিলা।

অ্যানফিল্ডে একই রাতে বোলোনিয়ার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিতেছে লিভারপুল। একাদশ মিনিটেই দলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার। এর আগে বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা জিতে নিলেও এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমেছিলেন তিনি। আর নিজের দ্বিতীয় ম্যাচেই পেয়ে গেলেন গোল। এরপর ৭৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ।

রেড বুল অ্যারেনায় অবশ্য রোমাঞ্চকর এক ম্যাচ হয়েছে স্বাগতিক আরবি লাইপজিগ ও জুভেন্তাসের মধ্যে। দুই দুইবার পিছিয়ে পড়েও দারুণ এক জয় তুলে নিয়েছে ইতালিয়ান দলটি। তাও ম্যাচে আধা ঘণ্টারও বেশি সময় তারা খেলেছে ১০ জন নিয়ে। ৩০তম মিনিটে বেঞ্জামিন সেস্কোর গোলে এগিয়ে যায় লাইপজিগ। ৫০তম মিনিটে সমতা ফেরান দুসান ভ্লাহোভিচ। ৬৫তম মিনিটে ফের ব্যবধান বাড়ান সেস্কো। ৬৮তম মিনিটে আবার সমতায় ফেরান ভ্লাহোভিচ। তবে ৮২তম মিনিটে চিকো কনসেইসাওর গোলে জয় পায় জুভেন্তাসই।

অপর ম্যাচে বেনফিকার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ০-৪ গোলের ব্যবধানে হেরেছে তারা। এছাড়া ডায়নামো জাগরেব ২-২ গোলে ড্র করেছে মোনাকোর সঙ্গে। আর স্টার্ম গ্রাজের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ক্লাব ব্রুজ।   

Comments

The Daily Star  | English
Asif Nazrul on Awami League’s political future

Filing of wholesale cases embarrassing for govt: Asif Nazrul

Law Adviser Asif Nazrul today said common people, particularly the political victims and rivals, are still filing wholesale cases against others since August 5, which is embarrassing for the current government

33m ago