কোপা ট্রফি জিতে ইয়ামালের ইতিহাস

লামিন ইয়ামাল। ছবি: এএফপি

গত বছর পেশাদার ফুটবলে পা রেখে এরই মধ্যে অনেক রেকর্ড গড়েছেন লামিন ইয়ামাল। অমিত প্রতিভাবান এই কিশোরের সাফল্যের ঝুলিতে এবার যুক্ত হলো নতুন একটি অর্জন। সবচেয়ে কম বয়সে কোপা ট্রফি জিতে ইতিহাস তৈরি করলেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার।

প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে চলছে ২০২৪ সালের ব্যালন ডি'অর অনুষ্ঠান। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে ইয়ামাল জিতেছেন কোপা ট্রফি। তার হাতে পুরস্কারটি তুলে দিয়েছেন ডাচ কিংবদন্তি রুদ খুলিত। এটি সেরা তরুণ ফুটবলারের পুরস্কার। ২০১৮ সাল থেকে ২১ বছরের কম বয়সীদের এই সম্মাননা দেওয়া হয়ে আসছে।

ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাত্র ১৭ বছর ১০৭ দিন বয়সে কোপা ট্রফি জিতলেন ইয়ামাল। তিনি এই পুরস্কারজয়ী প্রথম ফুটবলার, যার বয়স ১৮ বছরের নিচে। সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন পাউ কুবারসি, আর্দা গুলার ও আলেহান্দ্রো গার্নাচোর মতো উঠতি তারকাদের।

বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার উঁচিয়ে ধরা বার্সেলোনার তৃতীয় খেলোয়াড় ইয়ামাল। তার আগে পেদ্রি (২০২১ সাল) ও গাভি (২০২২ সাল) কোপা ট্রফি জিতেছিলেন। বাকিরা হলেন কিলিয়ান এমবাপে (২০১৮ সাল), মাটাইস ডি লিখট (২০১৯ সাল) ও জুড বেলিংহ্যাম (২০২৩ সাল)। ২০২০ সালে করোনাভাইরাস মহামারীর কারণে ব্যালন ডি'অর অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

গত মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে সমান সাতটি করে গোল ও অ্যাসিস্ট করেন ইয়ামাল। জাতীয় দল স্পেনের জার্সিতে জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা। ইউরোতে একটি গোল ও চারটি অ্যাসিস্ট করে সেরা তরুণ খেলোয়াড়ও হন তিনি।

ক্যারিয়ারের শুরুতেই আলো ছড়ানো ইয়ামালের নামের পাশে রয়েছে দুর্দান্ত সব রেকর্ড। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লা লিগার সর্বকনিষ্ঠ গোলদাতা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে সর্বকনিষ্ঠ গোলদাতা, ইউরোর সর্বকনিষ্ঠ খেলোয়াড়, ইউরোর সর্বকনিষ্ঠ গোলদাতা ও আন্তর্জাতিক শিরোপাজয়ী সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের কীর্তি।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago