ইংলিশ প্রিমিয়ার লিগ

বোর্নমাউথের কাছে হারের কারণ জানালেন গার্দিওলা

ছবি: এএফপি

ম্যাচ শেষের বাঁশি বাজতেই তুমুল উল্লাসে মাতল ভরপুর গ্যালারি, বোর্নমাউথের ফুটবলারদের আনন্দও যেন বিপুল। প্রথমের আনন্দ এমনই হওয়ার কথা। শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে যে এই প্রথম হারিয়ে দিল তারা। তুলনামূলক কম শক্তির দলের কাছে এমন হারের পর নিজেদের ব্যর্থতার দায় নিচ্ছেন সিটির কোচ পেপ গার্দিওলা।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে গিয়ে ২-১ গোলে হেরে যায় ম্যানচেস্টার সিটি। একই সময়ে নিজেদের মাঠে ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে জিতে লিভারপুল উঠে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে।

সহজ প্রতিপক্ষের কাছে হার, আবার একই সময়ে প্রবল প্রতিদ্বন্দ্বীদের টেবিলের শীর্ষে উঠে যাওয়া মিলিয়ে সিটিজেনদের রাতটা হতাশার।

এদিন শুরুতেই সিটিকে চেপে ধরে গোল পেয়ে যায় বোর্নমাউথ। ৯ মিনিটে আঁতোয়ান সেমেনিওর গোলে এগিয়ে যায় তারা। সিটিকে তখন দেখায় বিবর্ণ। বিরতির পর খেলায় ফেরার আভাস দিয়েও গোল পাচ্ছিল না সিটি। উল্টো ৬৪ মিনিটে প্রতি আক্রমণ থেকে  বোর্নমাউথকে ২-০ গোলে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভানিলসন।

দুই গোলে পিছিয়ে প্রবল চেষ্টা চালিয়ে ৮২ মিনিটে গিয়ে একবার সফল হয় সিটি। ব্যবধান কমান ডিফেন্ডার ভার্দিওল। শেষের কয়েক মিনিট একের পর এক আক্রমণ চালিয়েও লাভ হয়নি বর্তমা চ্যাম্পিয়নদের।

ম্যাচ শেষে এমন হারের পেছনে নিজেদের ব্যর্থতার পাশাপাশি প্রতিপক্ষের কৃতিত্ব দেখছেন গার্দিওলা, 'আমরা ম্যাচের তীব্রতাই খাপ খাওয়াতে পারিনি। আমরা কথা বলেছি এই নিয়ে। এটা উন্মুক্ত খেলা ছিলো। আমাদেরও কিছু সুযোগ এসেছিল শেষ দিকে। আমি বোর্নমাউথকে এই জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি।'

'তারা খুব আগ্রাসী ছিলো। ছয়-সাতদিন পেয়েছে প্রস্তুতির জন্য। শারীরিকভাবে ও গতিতে অগ্রণী ছিলো। কিন্তু আপনাকে এই ধরণের পরিস্থিতিতে জিততে হবে। তারা অনেক সুযোগ তৈরি করেছে। এডারসনও ভালো আটকেছে। আমাদের খুব ভালো মুহূর্ত এসেছিলো, দ্বিতীয়ার্ধের শুরু থেকে আমরা ভালো খেলছিলাম। গোল করার পর আমাদের দিকে মোমেন্টাম এসেছিলো, সুযোগও তৈরি হয়েছিলো কিন্তু আরেকটা গোল করতে পারিনি।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

1h ago