ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ আগেই জানিয়ে দিলেন দরিভাল

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: এএফপি

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সবশেষ ম্যাচ ছিল পেরুর বিপক্ষে। গত মাসে ঘরের মাঠে ৪-০ গোলের বড় জয় পেয়েছিল সেলেসাওরা। সেদিনের শুরুর একাদশে কেবল একটি পরিবর্তন এনে ভেনেজুয়েলার মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চোটে ছিটকে যাওয়া উইঙ্গার রদ্রিগোর জায়গায় ফেরানো হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রকে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় ভেনেজুয়েলার মাঠে খেলতে নামবে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকায় তারা আছে চার নম্বরে। ১০ ম্যাচে পাঁচ জয়, এক ড্র ও চার হারে তাদের অর্জন ১৬ পয়েন্ট।

সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আট নম্বরে থাকা ভেনেজুয়েলাকে মোকাবিলাকে আগের দিন শুরুর একাদশ ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস প্রত্যাশিতভাবেই ফিরেছেন। গত মাসে তিনি ভুগেছিলেন ঘাড়ের সমস্যায়। সেই চোটের কারণে বাছাইপর্বে চিলি ও পেরুর বিপক্ষে খেলতে পারেননি।

সান্তিয়াগো বার্নাব্যুতে গত ৯ নভেম্বর লা লিগায় ওসাসুনার বিপক্ষে চোট পান ভিনিসিয়ুসের ক্লাব সতীর্থ রদ্রিগো। বাম পায়ের পেশিতে আঘাত পেয়ে ম্যাচের ২০তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। সেকারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে আর্সেনাল উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে।

রদ্রিগোর চোট গুরুতর না হলেও একই ম্যাচে মারাত্মক চোট পান রিয়াল ডিফেন্ডার এদার মিলিতাও। ডান হাঁটুর এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) ছিঁড়ে যাওয়ায় তাকে প্রায় নয় মাস মাঠের বাইরে থাকতে হবে। গত বছরের আগস্টেও তিনি একই ধরনের চোট পেয়েছিলেন। সেবার ছিল বাম হাঁটুতে। সাত মাসের বেশি সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি।

ভীষণ বাজে শুরুর পর বাছাইয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ব্রাজিল। উন্নতির এই ধারা বজায় রাখতে চান দরিভাল, 'গত দুই ম্যাচ যেমন খেলেছি, তেমন যদি খেলতে পারি, তাহলে মোমেন্টাম ধরে রাখা যাবে। আমরা উন্নতির যে ধারা দেখিয়েছি, সেটা ধরে রাখতে চাই।'

ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ:

এদারসন; ভ্যান্দারসন, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, আবনের; ব্রুনো গিমারেস, গেরসন; স্যাভিনিয়ো, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র; ইগর জেসুস।

Comments

The Daily Star  | English

Had no discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

2h ago