চ্যাম্পিয়ন্স লিগ

রিয়ালকে হারিয়ে লিভারপুলের টানা পঞ্চম জয়

Liverpool's Cody Gakpo celebrates scoring their second goal

ইনজুরিতে দলের সেরা ছন্দের তারকা ভিনিসিয়ুস জুনিয়রসহ কয়েকজনকে ছাড়া খেলতে নেমে হতাশা বাড়ল রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মাঠে গিয়ে হারল তারা। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রাখল লিভারপুল।

অ্যানফিল্ডে বুধবার রাতে লিভারপুল জিতেছে ২-০ ব্যবধানে। ম্যাক অ্যালিস্টার ৫২ মিনিটে এগিয়ে নেওয়ার পর ৭৬ মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন কোডি গাকপো। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচ খেলে এবার সবগুলো জিতে শীর্ষে উঠল লিভারপুল। অন্য দিকে চরম বাজে সময় পার করা রিয়াল ৫ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে অবস্থান করছে টেবিলের ২৪ নম্বরে।

এই ম্যাচে রিয়ালকে হতাশ করেন কিলিয়ান এমবাপে। পেনাল্টিতে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়ে হাতছাড়া করেন তিনি। পেনাল্টি মিস করেন লিভারপুলের সেরা তারকা মোহামেদ সালাহও।

রিয়াল মাদ্রিদকে লিভারপুল সর্বশেষ হারিয়েছিলো ২০০৯ সালে অ্যানফিল্ডেই। অর্থাৎ ১৫ বছর পর রিয়ালের বিপক্ষে জিতল তারা। এদিন জেতার মতই দাপট দেখায় তারা শুরু থেকে। 

৫২ মিনিটে ব্র্যাডলির কাছ থেকে বক্সের ভেতর পাস পেয়ে জটলার মধ্যেই দারুণ প্লেসিং শটে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা আলেক্সিস ম্যাক আলিস্টার। 

৭ মিনিট পর লুকাস ভাসকেসকে লিভারপুলের রবার্টসন বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হারান এমবাপে। তার মারা শট বাম দিকে ঝাঁপিয়ে ঠেকান লিভারপুলের কিপার কেলেহার। 

হতাশ হয়ে পড়ে এমবাপের পাশে অবশ্য ম্যাচ শেষে দাঁড়ান কার্লো আনচেলত্তি,  'কিলিয়ানের (এমবাপে) জন্য পরিস্থিতিটা কঠিন।  তাকে নিয়ে আমাদের জন্য ধর্য্য রাখতে হবে, বিশেষ এক খেলোয়াড়।'

৭৬ মিনিটে রবার্টসনের ক্রস বক্সে ভেতর পেয়ে লাফিয়ে হেডে দলের জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন ডাচ তারকা গাকপো, আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। 

ম্যাচ শেষে রিয়ালকে হারানোর আলাদা তৃপ্তির কথা জানান লিভারপুল কোচ আর্নে স্লট, 'যারা এতবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এরকম ক্লাবের বিপক্ষে খেলা বিশেষ কিছু, তারা বর্তমান চ্যাম্পিয়ন দল। আগে অনেকবার লিভারপুলকে যন্ত্রণা উপহার দিয়েছে।'

Comments

The Daily Star  | English

Awami League should be punished as a party: Fakhrul

He made the remarks after visiting a BNP man undergoing treatment at National Institute of Neurosciences and Hospital

51m ago