দুঃস্বপ্নের রাতের পরও সর্বস্ব বাজি রেখে ঘুরে দাঁড়াতে মরিয়া রিয়াল

Real Madrid

রিয়াল মাদ্রিদ যেন বিধ্বস্ত এক ঘর, স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে হারের ধাক্কার মাঝেই নিজেদের সবচেয়ে বড় গর্বে চোট পেয়েছে তারা। আর্সেনালের মাঠে গিয়ে দুঃস্বপ্নের রাতে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার স্বপ্নও এলোমেলো কার্লো আনচেলত্তির দলের। আর্সেনালের কাছে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে উড়ে যাওয়ার পর নিজেদের চরম ব্যর্থতা উপলব্ধি করছেন ডিফেন্ডার লুকাস ভাসকেজ। তবে এখনো ঘুরে দাঁড়ানোর স্বপ্নও দেখছেন তিনি। 

মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ৩-০ গোলে হার চ্যাম্পিয়ন্স লিগের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে রিয়ালের। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠেও এই ব্যবধান থেকে ফেরা রিয়ালের জন্য ভীষণ কঠিন।

ম্যাচে এদিন আর্সেনালের নায়ক ডেকলান রাইস। আগে কখনো ফ্রি-কিকে গোল না পাওয়া এই ইংলিশ ফুটবলার এদিন এই ঝলক দেখান দুইবার।

ম্যাচ শেষে ভাসকেজ প্রতিপক্ষের কৃতিত্ব এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, 'আমরা ভালো খেলিনি, আমার মনে হয় আর্সেনাল দারুণ খেলেছে, তারা সুযোগ তৈরি করেছে, তারা আমাদের কীভাবে প্রেস করতে হয় তা জানত এবং আমরা আমাদের খেলাটা খেলতে পারিনি।'

প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি, খেলাও ছিল সমান তালে। বিরতির পর সব হয়ে যায় এলোমেলো। ৫৮ থেকে ৭৫ মিনিটের মধ্যে তিন গোল হজম করে রিয়াল। মুভিস্টারকে রিয়াল তারকা বলেছেন বিরতির পর তারা খেলায় কোন তাল রাখতে পারেননি,  'দ্বিতীয়ার্ধে আমরা একধাপও এগোতে পারিনি, আমাদের খেলায় ধারাবাহিকতার অভাব ছিল। শেষ পর্যন্ত আমরা ভালো ম্যাচ খেলতে পারিনি।'

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে দুইটি অপ্রত্যাশিত হারে রিয়ালের পায়ের নিচের জমি এখনো নড়ে গেছে। এই বেহাল অবস্থাতেও দলের উপর বিশ্বাস হারাতে চান না ভাসকেজ। পরের লেগে সর্বস্ব বাজি রেখে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা, 'এটা সত্যি যে আমরা পরপর দুটি পরাজয়ের শিকার হতে অভ্যস্ত নই। আমরা যা করতে পারি তা হলো কাজ করা, নিজেদের উপর আগের চেয়ে বেশি বিশ্বাস রাখা, এই দল সবার কাছ থেকে আত্মবিশ্বাস পাওয়ার যোগ্য, এবং আমরা ঘুরে দাঁড়াতে সবকিছু দেব।'

Comments

The Daily Star  | English
yunus calls on youth to join politics

Yunus urges young people to engage more in politics

Yunus made the call when a group of young political activists from different political parties of Norway called on him at the state guest house Jamuna today

1h ago