ফিফা বর্ষসেরা তালিকায় আছেন মেসি

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) তলানির দল ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ক্লাবটিকে পাইয়েছেন শিরোপার স্বাদ। তাও দুইটি। জাতীয় দলেও পেয়েছেন সাফল্য। তাই ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার 'দ্য বেস্ট' ২০২৪ এর তালিকায় রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে ২০২৪ সালের দ্য বেস্টের প্রাথমিক তালিকা প্রকাশ করে ফিফা। ১১ জনের তালিকায় মেসি ছাড়াও আছেন এবারের ব্যালন ডি'অর জয়ী রদ্রি। আছেন রিয়াল মাদ্রিদের সাত খেলোয়াড় -ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম, রদ্রিগো, দানি কারবাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপে। এছাড়া আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বায়ার লিভারকুসেনের ফ্লোরিয়ান রিৎজ ও বার্সেলোনার লামিনে ইয়ামাল।

এ নিয়ে ফিফা দ্য বেস্টের নয়বারেই মনোনয়ন পেলেন মেসি। তবে এই পুরস্কার চারবার জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ দুই বছরের আগে ২০০৯ ও ২০১৯ সালেও জিতেছিলেন তিনি। তবে গত মৌসুমটা দারুণ কাটালেও কিছুটা বিস্ময়করভাবে চলতি বছরের ব্যালন ডি'অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না মেসি।

ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছে বর্ষসেরা নারী খেলোয়াড়, কোচ, গোলকিপার ও গোলের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে ফিফা। ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশও। থাকছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও। প্রতিটি পুরস্কারে ভোট দিতে পারবেন ভক্তরা। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে এই পুরস্কার।

মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই পুরস্কারপ্রাপ্তদের। ৭৫ শতাংশ অবদান থাকে তাদের। বাকি ২৫ শতাংশ আসে দর্শক দের ভোটে। তবে সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফা ওয়েবসাইটে দেওয়া যাবে ভোট।

বর্ষসেরা কোচের তালিকায় মনোনয়ন পেয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, স্পেনের লুই দে লা ফুয়েন্তে, ম্যানসিটির পেপ গার্দিওলা ও লিভারকুসেনের জাবি আলোনসো।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

11h ago