দুঃস্বপ্নের নভেম্বর শেষ হওয়ায় উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ

চলতি মৌসুমের শুরুতে রীতিমতো উড়ছিল বার্সেলোনা। কিন্তু গত মাসে হঠাৎ করেই যেন ছন্দপতন। লা লিগায় শেষ তিন ম্যাচে ছিল না জয়। যেখানে দুটি ম্যাচ পরাজয়। নভেম্বর মাসটা যেন তাই দুঃস্বপ্নের মতোই ছিল কাতালান ক্লাবটির জন্য। তবে আগের রাতে মায়োর্কাকে উড়িয়ে দিয়েই জয় ফিরেছে দলটি। দুঃস্বপ্নের নভেম্বর মাস শেষ হওয়ায় দারুণ খুশি বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক।
মঙ্গলবার রাতে মায়োর্কার মাঠে স্বাগতিকদের ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় বার্সেলোনা। ম্যাচের দ্বাদশ মিনিটে ফেররান তোরেসের গোলে এগিয়ে গেলেও বিরতির আগে ভেদাত মুরিকির গোলে সমতা ফেরে। তবে দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের চেপে ধরে জোড়া গোল আদায় করে নেন রাফিনিয়া। এরপর স্কোরবোর্ডে নাম লেখান দুই বদলি খেলোয়াড় ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও পাউ ভিক্টরও।
সবমিলিয়ে দারুণ উচ্ছ্বসিত বার্সা কোচ, 'স্কোরিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সুযোগ তৈরি করেছি কিন্তু আমরা সেগুলি মিস করেছি এবং এবার আমরা পাঁচটি গোল করতে পেরে খুশি। আমি আগেই সতর্ক করে খুশি ছিলাম কারণ এই "দুর্বিষহ" নভেম্বর শেষ হয়েছে এবং ডিসেম্বর শুরু হয়েছে। আমার জন্য অনেক গোল করা গুরুত্বপূর্ণ, আজ পাঁচটি।'
স্কোরবোর্ডে নাম না থাকলেও বার্সার এই জয়ের মূল নায়ক ১৭ বছর বয়সী তরুণ লামিন ইয়ামাল। মাঝে চোটের জন্য তিন ম্যাচ খেলতে পারেননি তিনি। তাকে ফিরে পাওয়ায় স্বস্তি ঝরে কোচের কণ্ঠে, 'আজকে সে (ইয়ামাল) আমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। দলের জন্য সবসময়ই সে ইতিবাচক কিছুই বয়ে আনে। আজকে সে দু-একটি গোলও করতে পারত। সব মিলিয়ে দারুণ খেলেছে।'
তবে শুধু ইয়ামাল নয়, পুরো দলের সামগ্রিক পারফরম্যান্সে দারুণ খুশি এই জার্মান কোচ, 'অবশ্যই দলের পারফরম্যান্সে আমি খুশি। প্রথমার্ধে আমরা অনেক সুযোগ তৈরি করি এবং গোলও করি। তবে ওরা পাল্টা আক্রমণে গোল শোধ করে দেয়। তার পরও আমরা নিজেদের খেলা চালিয়ে গেছি। আজকের রাতটি যেভাবে গিয়েছে, গোটা দলই তাতে খুশি।'
আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ডর্টমুন্ডের মাঠে যাওয়ার আগে শনিবার রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা।
Comments