আবাহনীকে হারিয়ে টানা তৃতীয় জয় মোহামেডানের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা ওয়ান্ডারার্স ও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারানোর পর এবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি।
শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আবাহনী লিমিটেডকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের স্টপেজ টাইমে মালিয়ান ফরোয়ার্ড সুলাইমান দিয়াবাতের দেওয়া গোলে জয় পায় সাদাকালো শিবির।
এই জয় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মোহামেডান। তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। অন্যদিকে, ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চলে গেছে আবাহনী। এটি তাদের মৌসুমের প্রথম হার। দ্বিতীয় স্থানে থাকা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ৭।
চলতি মৌসুমে কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই খেলছে আবাহনী। যার কারণে শুরু থেকেই মোহামেডানের আক্রমণের সামনে কোণঠাসা হয়ে পড়ে দলটি। বিশেষকরে ফেডারেশন কাপের ম্যাচে বিশ্রামে থাকা দিয়াবাতে, রহিমুদ্দিন, মিনজাহুর আবেদীন এবং রিয়াদুল হাসানদের ফেরত আসায় মোহামেডান আক্রমণ আরও শক্তিশালী হয়ে ওঠে।
ম্যাচের দ্বাদশ মিনিটে ইমানুয়েল সানডের শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট না হলে এগিয়ে যেতে পারতো মোহামেডান। আট মিনিট পর ফাঁকায় থেকেও লক্ষ্যে ঠিকমতো হেড রাখতে পারেননি সানডে। ২৫তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মোহামেডানের মধ্যমাঠের মূল ভরসা মুজাফফরভ।
৪০তম মিনিটে ইমানুয়েল টনির শট কোনোমতে ধরেন গোলকিপার মিতুল মারমা। প্রথমার্ধের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মোহামেডান। সতীর্থের ক্রসে ছোট ডি-বক্সে লাফিয়ে উঠে দারুণ এক হেডে বল জালে পাঠান দিয়াবাতে।
দ্বিতীয়ার্ধে চেষ্টা চালালেও গোল পায়নি আবাহনী। মাঝেমধ্যেই কাউন্টার অ্যাটাকের চেষ্টা করে খেলে দলটি। তবে তা সহজে ঠেকিয়ে দেয় মোহামেডানের ডিফেন্স। ভাগ্যও সঙ্গে ছিল না দলটির। তাদের একটি প্রচেষ্টা বারপোস্টে লেগে ফিরে আসে। এমনকি স্টপেজ টাইমে জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল মিলেনি।
Comments