প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ইয়ামাল

শেষ পর্যন্ত বড় ধাক্কাই এলো বার্সেলোনা শিবিরে। তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। ডান পায়ের গোড়ালির চোটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে না কাতালান ক্লাবটি। যেখানে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদের মতো ক্লাবের বিপক্ষে ম্যাচও।
ঘরের মাঠে আগের দিন প্রায় তলানিতে থাকা লেগানেসের কাছে ০-১ গোলের ব্যবধানে হারের ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ইয়ামাল। সিউটাট এসপোর্টিভা জোয়ান গ্যাম্পারে আজ সোমবার সকালে ব্লাউগ্রানার যুব খেলোয়াড়ের ডাক্তারি পরীক্ষা করার পর এক বিবৃতি দিয়ে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এফসি বার্সেলোনা।
বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, 'লেগানেসের বিপক্ষে গতকালের ম্যাচে প্রথম দলের খেলোয়াড় লামিন ইয়ামাল তার ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছিলেন। আজ সকালে করা টেস্টে অগ্রবর্তী ইন্টারটিবায়োফিবুলার লিগামেন্টে গ্রেড ১ ইনজুরি ধরা পড়ে। ফলে আনুমানিক তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।'
আগামী শনিবার লা লিগার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাতলেতিকোর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। সেই ম্যাচে ইয়ামালকে পাচ্ছে না দলটি। এরপর ৪ জানুয়ারি কোপা দেল রে'র ম্যাচে তারা খেলবে বারবাস্ত্রোর বিপক্ষে। সেই ম্যাচেও মাঠের বাইরে থাকতে হবে এই তরুণকে।
তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিতব্য স্প্যানিশ সুপার কাপের আগে ইয়ামালের ফেরার আশা করছে বার্সেলোনা। যদিও তার সম্ভাবনা কম। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ৮ জানুয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে সেমিফাইনালে তাকে পেতে চিকিৎসা এরমধ্যেই শুরু করেছে ক্লাবটি।
Comments