রিয়ালে স্বপ্নের মতো জীবন কাটাচ্ছেন এমবাপে

সেই ২০১৮ বিশ্বকাপ জয়ের পর থেকে আসি আসি করলেও অবশেষে চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। কিন্তু স্প্যানিশ ক্লাবে শুরুটা সে অর্থে ভালো ছিল না তার। এরজন্য সমালোচনাও কম হয়নি। তবে বর্তমানে ক্লাবটির হয়ে ধারাবাহিকভাবে দারুণ খেলে চলেছেন এই তারকা ফুটবলার। সবমিলিয়ে যেন স্বপ্নের মতো দিন কাটাচ্ছেন এই ফরাসি।
নিজের গতি, স্কিল এবং অসাধারণ গোল দেওয়ার ক্ষমতায় অনন্য এমবাপে। তবে তার কাছে ফুটবল কেবল খেলা নয়, বরং একটি আবেগ এবং দায়িত্ব। তেমনি রিয়ালের হয়ে খেলাও তার জন্য শুধু একটি ক্লাবে যোগ দেওয়া নয়, জীবনের অন্যতম বড় স্বপ্নপূরণ। অভিজ্ঞতা এবং অনুভূতি শেয়ার করে এমবাপে জানিয়েছেন, কীভাবে এই ক্লাব তাকে বদলে দিয়েছে।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সলজবার্গের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। সেই ম্যাচে নামার আগে সংবাদসম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করে এমবাপে বলেছেন, 'প্রতিদিন ভালদেবেবাসে আসা এবং এই জার্সি পরার সুযোগ পাওয়া আমার কাছে একটি স্বপ্নের মতো।'
মাদ্রিদের প্রতি তার ভালোবাসা এবং জার্সির মর্যাদার প্রতি তার গভীর অনুভূতি স্পষ্ট হয়েছে। এমনকি খারাপ সময়েও এই স্বপ্নের প্রতি কখনো হতাশ হননি এমবাপে, 'যখন আমি ভালো খেলিনি, তখনও আমি খুশি ছিলাম। কারণ আমি জানতাম এটি আমার দোষ, আমার সতীর্থদের নয় বা ক্লাবেরও নয়।'
ফ্রান্স থেকে স্পেনের ভিন্ন পরিবেশ এবং সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া কিছুটা চ্যালেঞ্জিং ছিল এমবাপের জন্য। তবে এটিকে উপভোগ করেছেন তিনি, 'আমি স্প্যানিশ সংস্কৃতি শিখতে চেষ্টা করছি, যা ফরাসি সংস্কৃতি থেকে আলাদা। তবে আমি সময়টা ভালো কাটাচ্ছি। আমার জীবন আমি উপভোগ করছি।'
রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে যোগ দেওয়ার জন্য একটি বিশেষ মানসিক প্রস্তুতির প্রয়োজনও মনে করেন এমবাপে, 'রিয়াল মাদ্রিদে আপনাকে বিনয়ের সঙ্গে আসতে হয়। এটি এমন একটি দল, যারা সবকিছু জিতেছে। এখানে সর্বোচ্চ সম্মান এবং কঠোর পরিশ্রম করতে হয়।'
ক্লাবের হয়ে শুরুর সময়টা এমবাপের জন্য সহজ ছিল না। শুরুর দিকে অনেক বেশি চিন্তা করতেন, যা তার খেলায় প্রভাব ফেলেছিল বলে স্বীকার করে নিয়েছেন এই তারকা, 'আমি খুব বেশি ভাবছিলাম—কীভাবে চলব, কীভাবে খেলব। যখন এত বেশি চিন্তা করেন, তখন আপনি ভালো খেলতে পারেন না।'
মানসিকতা পরিবর্তন করতে পারাতেই স্বাভাবিক ছন্দে ফিরতে পেরেছেন বলে জানান তিনি, 'আমি জানতাম, এটি বদলানোর সময় এসে গেছে। আমি মাদ্রিদে খারাপ খেলার জন্য আসিনি। এখানে সবসময় ভালো খেলতে হয় এবং আমি প্রস্তুত। আমি এমন একজন খেলোয়াড়, যে সবসময় নিজের সেরাটা দিতে চাই। চাপ এবং প্রত্যাশা আমাকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করে।'
রিয়াল মাদ্রিদের জার্সি পরা কেবল এমবাপের জন্য সম্মানের বিষয় নয়, বরং এটি একটি বড় দায়িত্ব। তিনি বলেন, 'আমি এখানে খারাপ খেলার জন্য আসিনি। এই ক্লাবে আপনাকে সবসময় ভালো খেলতে হবে। আমি জানি, সমর্থকদের প্রত্যাশা অনেক, এবং আমি এই চাপের মধ্যেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।'
Comments