দি মারিয়ার উচ্ছ্বসিত প্রশংসায় বার্সেলোনা কোচ

আগামী মাসেই ৩৭ এ পা দিবেন আনহেল দি মারিয়া। কিন্তু এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই খেলে যাচ্ছেন তিনি। বেনফিকার প্রাণভোমরা এই আর্জেন্টাইন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তাই তাকে নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিককে। এ তারকার উচ্ছ্বসিত প্রশংসাই করেন এই জার্মান কোচ।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এখনও দুটি ম্যাচ বাকি থাকলেও এরমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা। বেনফিকার বিপক্ষে ম্যাচের আগে তাই কিছুটা নির্ভার ফ্লিক। তারপরও এ ম্যাচে জিততে মরিয়া বার্সা। কারণ জয় পেলে নকআউট পর্ব নিশ্চিত হবে, একই সঙ্গে শেষ আটও প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের।

লিসবনে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, 'এই টুর্নামেন্ট জেতা ইউরোপের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আগামীকাল আমার দলকে ভিন্ন ধরনের ফুটবল খেলতে দেখা যাবে, কারণ প্রতিপক্ষ এমন একটি দল যারা খেলা ভালোবাসে এবং বলের দখল ধরে রাখতেও দক্ষ।'

আর দি মারিয়ার প্রশংসা করে বললেন, 'দি মারিয়া আমার প্রিয় খেলোয়াড়দের একজন, এবং তার বয়স ৩৬ বছর হলেও, সে এখনো অসাধারণ পারফর্ম করে যাচ্ছে। কত বছর ধরে সে শীর্ষ পর্যায়ে খেলছে, তা অবিশ্বাস্য। তার কৌশল যেকোনো ম্যাচে প্রভাব ফেলতে পারে। তার বাঁ পা অসাধারণ, এবং তাকে খেলা দেখতে সত্যিই আনন্দ লাগে।'

নতুন ঘরনার চ্যাম্পিয়ন্স লিগে এবার ৩৬টি দল খেলছে গ্রুপ পর্বে। সেখান থেকে শীর্ষ আট দল সরাসরি প্রবেশ করবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্রাথমিক নকআউট রাউন্ডে মুখোমুখি হবে। বর্তমানে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সংগ্রহ ছয় ম্যাচে ১৫ পয়েন্ট।

অন্যদিকে, বেনফিকা বর্তমানে ১৫তম স্থানে আছে এবং তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। এই অবস্থায় প্লে-অফের জন্য যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট তাদের, তবে এই ম্যাচে হারলে তাদের শেষ ম্যাচডের আগে সেই সম্ভাবনা বিপদের মুখে পড়তে পারে। তাই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ পর্তুগিজ ক্লাবটির জন্য।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago