আতালান্তার বিপক্ষে হোঁচট বার্সার, শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া

সরাসরি শেষ ষোলো আগেই নিশ্চিত করেছিল বার্সেলোনা। তবুও ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। লিভারপুলের হার এবং নিজেরা জয় পেলে শীর্ষে উঠে যেত তারা। তবে ইংলিশ ক্লাবটি হারলেও জয় তুলে নিতে পারেনি কাতালান ক্লাবটি। আতালান্তার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সে সুযোগ নষ্ট করেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।  

বুধবার রাতে এস্তাদিও অলিম্পিয়াতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে আতালান্তার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। লামিন ইয়ামাল ও রোনালদ আরাহর গোলে দুইবার এগিয়ে গিয়েছিল বার্সা। তবে এদেরসন ও মারিও পাসালিচের গোলে সমতায় ফেরে ইতালিয়ান ক্লাবটি।

এই হোঁচটের পরও দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ছয়টি জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট তাদের। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে পিছিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল ও ইন্টার মিলান। নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে দল দুটি। 

তবে আতালান্তা শক্ত প্রতিপক্ষ হওয়ায় বার্সেলোনাকে কঠিন পরীক্ষা দিতে হবে তা এক প্রকার অনুমিতই ছিল। সিরি আ-তে তৃতীয় স্থানে থাকা দলটি চ্যাম্পিয়নস লিগে শেষ দিনের শুরুতে সপ্তম স্থানে ছিল। কিন্তু তাদের বিপক্ষে দুইবার এগিয়ে থেকেও সুযোগ হাতছাড়া করায় কিছুটা আক্ষেপে পুড়তেই পারে স্বাগতিকরা।

সরাসরি শেষ ষোলো নিশ্চিত হলেও এদিন সেরা একাদশই মাঠে নামিয়েছিলেন কোচ হ্যান্সি ফ্লিক। তবে ইতালিয়ানদের চাপে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দেখাতে পারেনি তার দল, বিশেষ করে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে কিছু সময় প্রতিপক্ষের তুলনায় বেশ এগিয়ে ছিল, কিন্তু সেই আধিপত্যকে ফলাফলে রূপান্তর করতে পারেনি দলটি। সহজ সুযোগ নষ্ট এবং আতালান্তার প্রতিরোধে ড্র মেনেই মাঠ ছাড়তে হয়।

দুটি গোল মূলত রক্ষণের ভুলে হজম করেছে বার্সেলোনা। ম্যাচে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। ইতালিয়ানদের ম্যান-টু-ম্যান মার্কিং বার্সার খেলোয়াড়দের বিপাকে ফেলে এবং আক্রমণভাগে খেলোয়াড়রা পায়নি পর্যাপ্ত স্বাধীনতা। তবে এরমধ্যেই লামিন ইয়ামাল গোলের চেষ্টা করেছিলেন। রাফিনিয়ার সঙ্গে প্রান্ত বদল করে খেলেছেন। তবে সফল হননি।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সফলতা পান ইয়ামাল। সতীর্থের কাছ থেকে বল পেয়ে দারুণ এক ক্রস করেন রাফিনিয়া। এগিয়ে গিয়ে নাগাল না পাওয়া আতালান্তা গোলরক্ষক মার্তো কার্নেসেচ্চিকে পেছনে ফেলে বল ধরেন ইয়ামাল। এরপর বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি তার। পাঁচ মিনিট পর গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন রবার্ট লেভানদোভস্কি।

৬৭তম মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার এদেরসন। পাঁচ মিনিট পর ফের এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনিয়ার কর্নারে ফাঁকায় বল পেয়ে জালে পাঠান আরাহো। এর সাত মিনিট পর আবার ম্যাচে ফেরে আতালান্তা। রক্ষণের ভুলে ফাঁকায় বল পেয়ে জালে পাঠান পাসালিচ।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

5h ago