রোনালদোর আরও একটি রেকর্ড

বয়স ৪০ ছুঁইছুঁই। কিন্তু এখনও ধার কমেনি ক্রিস্তিয়ানো রোনালদোর। তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই খেলে যাচ্ছেন তিনি। গড়ছেন একের পর এক রেকর্ড। এবার ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব পর্যায়ে জিতলেন ৭০০ ম্যাচ!

রোনালদোর গোলের হিসেব দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদন প্রকাশ করেছে। ইউরোপে ৬৩৪ জয় নিয়ে সৌদি আরবে পা রেখেছিলেন রোনালদো। যেখানে ছিল স্পোর্টিং সিপির হয়ে ১৩টি, রিয়াল মাদ্রিদে ৩১৬টি, ম্যানচেস্টার ইউনাইটেডে ২১৪টি এবং জুভেন্টাসে ৯১টি জয়। আল-নাসরে ৬৬টি জয়ের মাধ্যমে সংখ্যাটি ৭০০তে নিয়ে যান তিনি।

বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল রাইদের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় রোনালদোর দল আল-নাসর। ম্যাচের প্রথম গোলটি আসে রোনালদোর কাছ থেকে। সতীর্থদের দিয়ে করিয়েছেন অপরটি। আর এই জয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব পর্যায়ে ৭০০তম জয় ছুঁয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখেন এই পর্তুগিজ।

মার্কার তথ্য অনুযায়ী, তার ক্লাব পর্যায়ের জয়ের পরিসংখ্যান নিম্নরূপ:

স্পোর্টিং সিপি – ১৩ জয়

রিয়াল মাদ্রিদ – ৩১৬ জয়

ম্যানচেস্টার ইউনাইটেড – ২১৪ জয়

জুভেন্টাস – ৯১ জয়

আল-নাসর – ৬৬ জয়

রোনালদো ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ৯০০-র বেশি গোল করা একমাত্র ফরোয়ার্ড তিনি। বর্তমানে আল-নাসরের হয়ে তিনি ৯৪ ম্যাচে ৮৫ গোল করেছেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোল সংখ্যা ৯২১টি।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

4h ago