একাডেমির খেলোয়াড় ছাড়ার কৌশল বদল করছে বার্সেলোনা

অনেক বছর ধরেই ফুটবলার তৈরির একাডেমির মধ্যে সবার উপরে অবস্থান লা মাসিয়ার। এই একাডেমি থেকে উঠে এসেছেন অনেক নামীদামী বিশ্ববরেণ্য তারকা। বার্সেলোনার সাফল্যের প্রধান কাণ্ডারি। তবে এবার একাডেমি থেকে বাড়তি মুনাফা আদায় করে নেওয়ার কথা ভাবছে কাতালান ক্লাবটি।
এবার শীতকালীন দলবদলের শেষদিকে অন্যতম বড় চুক্তিই ছিল ২৩ বছর বয়সী নিকোর সিটিতে স্থানান্তর। যা প্রভাবিত করে বার্সেলোনাকে। বার্সার একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলারকে পোর্তো ছেড়েছে ৬০ মিলিয়ন ইউরোতে, যা ছিল তার রিলিজ ক্লজের মূল্য। তবে এই অর্থের একটি অংশ বার্সেলোনা পায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, বার্সা ৬০ মিলিয়ন ইউরোর মুনাফার ৪০ শতাংশ পাবে, যা প্রায় ২০.৬৪ মিলিয়ন ইউরো।
তবে পোর্তো ঘোষণা করে, কাতালান ক্লাবটি মোট ১৩ মিলিয়নের সামান্য বেশি অর্থই পাবে। ক্লাবটি কিছুটা কৌশল অবলম্বন করায় কিছুটা কম অর্থ পেয়েছে বার্সা। ম্যানসিটির প্রস্তাবে সম্মতি দেওয়ার আগেই বার্সাকে ৩ মিলিয়ন ইউরো পরিশোধ করে পর্তুগিজ ক্লাবটি, যাতে বার্সার প্রাপ্য মুনাফার অংশ নেমে আসে অর্ধেকে (২০ শতাংশ)। তবুও দারুণ সন্তুষ্ট কাতালানরা।
এর আগে ২০২৩ সালের গ্রীষ্মে পোর্তোর কাছে ৮.৫ মিলিয়ন ইউরোতে পোর্তোর কাছে বিক্রি করে বার্সেলোনা। তাই সবমিলিয়ে নিকো বার্সার ক্লাব তহবিলে মোট ২১.৮২ মিলিয়ন ইউরো যোগ করেছেন। যদিও চূড়ান্ত পরিমাণ প্রত্যাশার তুলনায় কিছুটা কম, এই চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছে বার্সেলোনা। মুন্দো দেপোর্তিভোর গ্র্যান্ড গালায় ডেকো এই চুক্তির সমাপ্তি পর্যবেক্ষণ করেন এবং এটি পালাউ দে কংগ্রেসোসেই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
এই অভিজ্ঞতা থেকে ভবিষ্যত দলবদলে একই কৌশল অনুসরণ করতে চায় বার্সেলোনা। তারা এখন আর ধারে খেলোয়াড় ছাড়ার পরিবর্তে সরাসরি বিক্রির দিকে ঝুঁকবে, বিশেষ করে এমন ক্লাবগুলোর কাছে, যারা তরুণ প্রতিভাদের জন্য ভালো প্ল্যাটফর্ম দিতে পারে—যেমন পোর্তো বা পর্তুগালের অন্যান্য শীর্ষ ক্লাব। একই সঙ্গে, ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রে একটি শতাংশ রেখে দেওয়া হবে এবং পুনরায় কেনার সুযোগও নিশ্চিত করা হবে।
এই কৌশলে, বার্সা শুরুতেই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবে এবং যদি সংশ্লিষ্ট খেলোয়াড় তার প্রতিভার বিস্ফোরণ ঘটায়, তাহলে নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে তাকে ফেরত আনার সুযোগ থাকবে। অন্যথায়, বড় কোনো ক্লাব উচ্চমূল্যে তাকে কিনলে ভালো লাভবান হতে পারবে বার্সা।
Comments