মাদ্রিদ ডার্বিতে রিয়ালের হার ঠেকালেন এমবাপে

Kylian Mbappe

বিতর্কিত পেনাল্টি থেকে হুলিয়ান আলভারেজের করা গোলে শুরুতে পিছিয়ে গিয়েছিলো রিয়াল মাদ্রিদ, পিছিয়ে পড়া দলকে পরে সমতায় ফিরিয়ে পরে হার ঠেকান কিলিয়ান এমবাপে।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদের দুই ক্লাবের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। এতে করে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল।

এদিন খেলার শুরুতে কিছুটা চাপিয়ে খেলছিল অ্যাতলেটিকো। বিরতির পর তারা রক্ষণে মন দেয়। প্রথমার্ধের ৩৫ মিনিটে এগিয়ে গিয়েছিলো অ্যাতলেটিকো।

বক্সের ভেতর চুয়ামেনি প্রতিপক্ষের খেলোয়াড় স্যামুয়েল লিনোর পায়ে পা লাগালে পেনাল্টি পায় তারা, এই পেনাল্টি নিয়ে অবশ্য কিছুটা বিতর্ক আছে। ভিএআরে পাওয়া সিদ্ধান্তের পর  সেখান থেকে গোল পান আলভারেজ।

বিরতির খানিক পরই গোলটি শোধ দিয়ে দেয় রিয়াল। ডান প্রান্ত দিয়ে দুইজন ফুটবলারকে কাটিয়ে দারুণ ক্রস করেন রদ্রিগো। বক্সের ভেতর থেকে জুড বেলিংহ্যাম প্রথমে শট নিয়েছিলেন, সেটা ফিরে এলে ফিরতি শটে বল জালে জড়ান এমবাপে।

হার এড়ানো গেলেও এই ফলে হতাশ রিয়াল। কোচ আনচেলত্তি জানান নিজেদের মাঠে পুরো পয়েন্ট চেয়েছিলেন তারা,  'দল হতাশ কারণ তারা মনে করে আরও বেশি কিছু প্রাপ্য ছিল ... তবে একটা কারণে খুশি কারণ আমরা এখনও শীর্ষে আছি।'

'দ্বিতীয়ার্ধে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, আমাদের অনেক সুযোগ ছিল।'

২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল রিয়াল, সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে অ্যাতলেটিকো। ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।

Comments

The Daily Star  | English
no internet

How Gen Z kept connected after the internet shutdown

In an instant, one of the most densely populated countries completely vanished from the rest of the world.

2h ago