চ্যাম্পিয়ন্স লিগ

সতীর্থদের সতর্ক করে দিলেন ভিনিসিয়ুস

Vinicius Junior

একটা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কোনো ম্যাচে দারুণ পারফরম্যান্স তো আবার আরেক ম্যাচে পা হড়কানো। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলাটিকো মাদ্রিদের বিপক্ষে নামার আগে তাই দলকে সতর্ক করে দিলেন ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

ব্রাজিলিয়ান তারকার মতে, নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কোন ভুল করলেই ছিটকে পড়তে হবে। মঙ্গলবার প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে আতলাটিকোকে আতিথ্য দেবে রিয়াল, পরের সপ্তাহে মেত্রোপলিতানো স্টেডিয়ামে অ্যাটলেটিকোর মাঠে খেলবে তারা।

শনিবার লা লিগায় রিয়াল বেটিসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। তাতে লিগ শিরোপার লড়াইয়ে অ্যাতলাতিকো থেকে পিছিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এই ম্যাচের ফল নিয়ে পুরো দলকে সতর্ক করেছেন ভিনিসিয়ুস। সোমবার এক সংবাদ সম্মেলনে উইঙ্গার বলেন, 'আমি মনে করি শেষ খেলায় আমাদের সব কিছুরই একটু অভাব ছিল... আমরা খুব বেশি ভুল করেছি, খারাপভাবে রক্ষণ করেছি এবং সবকিছুই খারাপভাবে করেছি।'

বেটিসের বিপক্ষের ম্যাচের ভুল চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে করতে চায় না রিয়াল। বড় আসর থেকে এই ধাপে কোনভাবেই বিদায় নিতে চায় না তারা, 'আগামীকাল আমরা কোনো ভুল করতে পারব না, কারণ এটি নক-আউট খেলা, যেখানে আপনি একটি ভুল করলে বাড়ি ফিরে যাবেন, এবং আমরা এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই না।'

কোচ কার্লো আনচেলত্তিও বলেছেন, তিনি আশা করেন ডার্বির আগে বেটিসের বিপক্ষে হোঁচট খাওয়াটা যেন স্রেফ বিচ্ছন্ন ঘটনা হয়, 'বেটিসের বিপক্ষে খেলায় আমাদের আদর্শ মনোভাবের অভাব ছিল, আমি আশা করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমি মনে করি এটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লড়াই হবে এবং দ্বিতীয় লেগে এর নিষ্পত্তি হবে। (এটি) কঠিন লড়াই হবে।'

আনচেলত্তি তার প্রতিপক্ষের প্রশংসা করেছেন এবং অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের শক্তির দিকগুলো তুলে ধরেছেন, 'আমার যা ভালো লাগে তা হলো তিনি যেভাবে খেলাগুলো পড়েন, যেভাবে তার দল সাজান, তার কৌশল, তার খেলোয়াড়দের প্রতিরক্ষামূলক দৃঢ়তা, আমার এই সবকিছুই ভালো লাগে।'

সাসপেনশনের কারণে প্রথম লেগে জুড বেলিংহ্যামকে পাবে না রিয়াল। এর বাইরে আক্রমণভাগের বাকি সবাই আছেন চোটমুক্ত।

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

1h ago