পরিবারসহ ১৪-১৫ জন নিয়ে বাংলাদেশে আসছেন হামজা

Hamza Choudhury

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরীর। স্মরণীয় উপলক্ষটি উদযাপনের জন্য পরিবারের সদস্যসহ ১৪-১৫ জনের বড় বহর নিয়ে আসতে পারেন তিনি।

আগামী ২৫ মার্চ ভারতের মাটিতে শিলংয়ে 'সি' গ্রুপের ম্যাচে স্বাগতিকদের মোকাবিলা করবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। দুই প্রতিবেশি দেশের লড়াইকে সামনে রেখে ১৮ মার্চ ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসবেন হামজা। ক্যাম্পে যোগ দিয়ে ঢাকায় একটি অনুশীলন সেশনে অংশ নেবেন তিনি। এরপর ২০ মার্চ ভারতে উড়ে যাবে জাতীয় দল।

সত্যজিৎ দাস রুপু মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার হামজার আগমনের সব প্রক্রিয়া নজরদারি করছেন স্বয়ং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তাবিথ আউয়াল, 'পরিবারসহ ১৪-১৫ জন সদস্য নিয়ে দেশে আসার সম্ভাবনা রয়েছে হামজার। বাফুফে সভাপতি বিষয়টি দেখভাল করছেন। তবে ক্যাম্পে যোগদানের পর হামজার পরিবারের সদস্যদের তার সঙ্গে থাকতে দিতে ইচ্ছুক নয় টিম ম্যানেজমেন্ট।'

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে ধারে হামজা এখন আছেন শেফিল্ডে। দলটি ইংল্যান্ডের পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে খেলছে। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান দুইয়ে। ৩৫ ম্যাচে তাদের অর্জন ৭৩ পয়েন্ট। এক নম্বরে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট সমান ম্যাচে ৭৬। চলমান মৌসুম শেষে চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুটি ক্লাব আগামী মৌসুমে সরাসরি খেলবে প্রিমিয়ার লিগে।

গত জানুয়ারির শীতকালীন দলবদলে শেফিল্ডে নাম লেখান ২৭ বছর বয়সী হামজা। এখন পর্যন্ত তাদের হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে মূল একাদশে ছিলেন চারবার। বদলি হিসেবে নেমেছেন বাকি দুটি ম্যাচে। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও একটি ম্যাচে রাইটব্যাক হিসেবে দেখা গেছে তাকে।

এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি চলে যাবে চূড়ান্ত পর্বে। 'সি' গ্রুপে বাংলাদেশ ও ভারত ছাড়া রয়েছে হংকং ও সিঙ্গাপুর। আগামী ২০২৭ সালে ২৪টি দল নিয়ে এশিয়ান কাপ আয়োজিত হবে সৌদি আরবে। ইতোমধ্যে ১৮টি দল টুর্নামেন্টে তাদের জায়গা পাকা করে ফেলেছে।

Comments

The Daily Star  | English

Customs flags hurdles at 3rd terminal of Dhaka airport

Customs House Dhaka said it has found more than a dozen issues related to infrastructure, security, and operational readiness of the new terminal

11h ago