বার্সেলোনার বিপক্ষে নেই দি মারিয়া

বেনফিকায় ফিরে চলতি মৌসুমে দুর্দান্ত খেলছিলেন আনহেল দি মারিয়া। গ্রুপ পর্বের ম্যাচের আগে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকও তার উচ্ছ্বসিত প্রশংসায় মেতেছিলেন। সম্পূর্ণ ফিট না থাকায় সেদিন বদলি নেমেছিলেন এই আর্জেন্টাইন। তবে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছেই না বেনফিকা। এছাড়াও চোটের কারণে মিস করবেন ফ্লোরেন্তিনো লুইস।
আজ বুধবার রাতেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে স্প্যানিশ ক্লাবটি ফেভারিট হিসেবেই শুরু করবে, এবং সাম্প্রতিক কিছু ঘটনার পর তাদের সম্ভাবনা আরও উজ্জ্বল। সেখানে আবার প্রতিপক্ষের সেরা তারকাই থাকছেন না মাঠে।
লিগ পর্বে বেনফিকাকে তাদের নিজস্ব মাঠে হারিয়েছিল বার্সেলোনা। একটি নয় গোলের রোমাঞ্চকর ম্যাচে নাটকীয় জয় পেয়েছিল দলটি। সেই ম্যাচে পর্তুগিজ ক্লাবটির স্কোয়াডে ছিলেন লুইস ও দি মারিয়া। লুইস প্রথম একাদশে থাকলেও দি মারিয়া খেলেছিলেন বদলি নেমে। ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ ১০ মিনিটের ঝলকে ৫-৪ ব্যবধানে জয় পায় বার্সা।
তবে ক্লাব থেকে জানানো হয়েছে বুধবারের ম্যাচে লুইস ও দি মারিয়ার কাউকেই পাচ্ছে না বেনফিকা। মঙ্গলবার অনুশীলনে তারা দুজনই অনুপস্থিত ছিলেন। দুজনই ভুগছেন পেশির চোটে। এছাড়াও আলেক্সান্ডার বাহ এবং মানু সিলভাকে নিয়েও রয়েছে শঙ্কা। টিয়াগো গুভেইয়াও দলে নেই। তবে কোচ ব্রুনো লাজের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, সাবেক বায়ার্ন মিউনিখ ও পিএসজি মিডফিল্ডার রেনাতো সানচেস প্রায় দুই মাস পর মাঠে ফেরার জন্য প্রস্তুত।
বার্সেলোনাতেও রয়েছে কিছু অনিশ্চয়তা। বিশেষ করে তরুণ মিডফিল্ডার গাভি অসুস্থতার কারণে খেলা নিয়ে অনিশ্চিত। এছাড়া নতুন করে কোনো চোট সমস্যা নেই। তাতে তাদের সমস্যাগুলো বেনফিকার তুলনায় কম গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যা লিসবনে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে কাতালানদের।
Comments