বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা কবে, কখন ও কোথায় মুখোমুখি?

ছবি: এএফপি

আগামী ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুটি রাউন্ড অনুষ্ঠিত হবে চলতি মাসে। সারা বিশ্বের অগণিত ফুটবলপ্রেমী তাকিয়ে থাকবেন এই দফার ম্যাচগুলোর একটির দিকে। কেন? হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ম্যাচটি কবে, কোথায় ও কখন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় অনুসারে, আগামী ২৬ মার্চ সকাল ৬টায় পরস্পরকে মোকাবিলা করবে দল দুটি। খেলার ভেন্যু আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের বিখ্যাত এল মনুমেন্তাল স্টেডিয়াম। গোটা দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় এই স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৮৬ হাজারের বেশি।

এবারের বাছাইয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের এটি দ্বিতীয় সাক্ষাৎ। আগের ম্যাচটি হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে ব্রাজিলের মাটিতে। রিও দি জানেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়াম থেকে অবশ্য ১-০ গোলের জয় ছিনিয়ে নিয়েছিল আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেছিলেন নিকোলাস ওতামেন্দি।

তারিখ ম্যাচ সময় ভেন্যু
২১ মার্চ ব্রাজিল-কলম্বিয়া সকাল ৬টা ৪৫ মিনিট ব্রাসিলিয়া
২২ মার্চ উরুগুয়ে-আর্জেন্টিনা ভোর ৫টা ৩০ মিনিট মন্তেভিদিও
২৬ মার্চ আর্জেন্টিনা-ব্রাজিল সকাল ৬টা বুয়েন্স এইরেস

সুপার ক্লাসিকো খ্যাত লড়াইয়ের আগে বাছাইয়ে একটি করে ম্যাচ খেলবে দুই দল। বাংলাদেশ সময় অনুসারে, আগামী ২১ মার্চ সকাল ৬টা ৪৫ মিনিটে নিজেদের মাঠে ব্রাসিলিয়ায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পরদিন ভোর ৫টা ৩০ মিনিটে মন্তেভিদিওতে উরুগুয়ের আতিথ্য নেবে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১২ ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যদের অর্জন ২৫ পয়েন্ট। নিজেদের ও বাকিদের ম্যাচের ফল পক্ষে আসলে এই মাসেই তারা পেয়ে যাবে পরবর্তী বিশ্বকাপে খেলার টিকিট। তবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নেই খুব বেশি স্বস্তিতে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দরিভাল জুনিয়রের শিষ্যদের অবস্থান তালিকার পাঁচ নম্বরে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হবে ২০২৬ সালের বিশ্বকাপ। প্রথমবারের মতো ফুটবলের সর্বোচ্চ আসরে অংশ নেবে ৪৮টি দল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছয়টি দল সরাসরি সেখানে অংশগ্রহণের সুযোগ পাবে। প্লে-অফ পর্বের বাধা পেরিয়ে আরও একটি দলের ভাগ্য খুলে যেতে পারে।

Comments

The Daily Star  | English
Polytechnic students protest Bangladesh 2025

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

43m ago