মৃত্যুর চার বছর পর বিচারের মুখোমুখি ম্যারাডোনার সাত চিকিৎসক

Diego Maradona

২০২০ সালে মারা যান আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। শেষ দিনগুলোতে তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন আটজন চিকিৎসক, এরমধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধ করার অভিযোগে বিচার শুরু হয়েছে।

২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার সময় মারা যান ফুটবল কিংবদন্তি। কোকেইন ও অ্যালকোহল আসক্তির দীর্ঘদিন ধরেই নানান সমস্যায় ভুগছিলেন তিনি।

এই সাত চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা প্রমাণ হলে তারা ৮ থেকে ২৫ বছরের কারাবাসের শাস্তি পেতে পারেন। অভিযোগ উঠে, তারা চিকিৎসাকালীন এমন একটি পদক্ষেপ অনুসরণ করার জন্য দায়ী যা তারা জানতো ফুটবলারের মৃত্যুর কারণ হতে পারে।

১৯৮৬ বিশ্বকাপে প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেন ম্যারাডোনা। এরপর দুনিয়াব্যাপী বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আর্জেন্টিনার ফুটবলের সমর্থক হয়ে উঠে তার নাম। ২০২০ সালে কোভিড মহামারির সময় তার মৃত্যুর বিপুল নাড়া দিয়ে যায় মানুষকে।

বুয়েনোস আইরেসের সান ইসিদ্রো শহরতলীতে দীর্ঘ বিলম্বিত বিচারে ম্যারাডোনার পরিবারের সদস্য এবং বছরের পর বছর তার চিকিৎসা করা ডাক্তারসহ ১০০ জনেরও বেশি সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। শুনানি জুলাই পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

5h ago