‘সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই,’ ফাহামিদুল ইস্যুতে তাবিথ

ছবি: সংগৃহীত

ফাহামিদুল ইসলামের সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প থেকে ইতালি ফিরে যাওয়া নিয়ে উত্তাল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। অনেক ফুটবল ভক্ত-সমর্থক বিক্ষোভও করেছেন তাকে দলে ফিরিয়ে আনার জন্য। সিন্ডিকেটের কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও ইতালি প্রবাসী ফাহামিদুল সুযোগ পাননি, এমন অভিযোগও তাদের। জবাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, এমন কোনো কিছুর আভাস মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তারা।

বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনা হামজা চৌধুরী। তার সঙ্গে উপস্থিত ছিলেন তাবিথ। ফাহামিদুল ইস্যুতে চলমান সঙ্কট নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন বাফুফে প্রধান।

গতকাল সৌদিতে ক্যাম্প সেরে বাংলাদেশ জাতীয় দল ঢাকায় ফিরলেও সেখানে ছিলেন না ফাহামিদুল। কোচ হাভিয়ের কাবরেরার মন জয় করতে না পারায় প্রবাসী এই ১৮ বছর বয়সী তরুণ ফুটবলার সরাসরি ফিরে গেছেন ইতালিতে। এতে নিশ্চিত হয়ে গেছে, ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচের চূড়ান্ত স্কোয়াডে তিনি থাকছেন না। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনলাইনের পাশাপাশি সশরীরে একত্রিত হয়ে কোচের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন অনেক ফুটবলপ্রেমী।

ছবি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগসমূহ বিস্তারিত উল্লেখ করা হলে বাফুফে সভাপতি বলেন, সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই, 'ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নিবে। এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।'

ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ বলেন, 'দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। খেলোয়াড় নির্বাচনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হন, সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার।'

ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করে তাবিথ যোগ করেন, সবকিছু ঠিক থাকলে ফাহামিদুলকে শিগগিরই জাতীয় দলে দেখা যাবে, 'সৃষ্ট সঙ্কট কোনো সঙ্কট নয়। ফাহামিদুলকে আমরা বাদ দিয়ে দিইনি। সে প্রতিভাবান। তবে ওকে আমরা আরও সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের মাঠে বাংলাদেশের বাছাইপর্বের ম্যাচ রয়েছে, খুব শিগগিরই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলব, হতাশ হওয়ার কিছু নেই।'

গত ফেব্রুয়ারিতে ফাহামিদুলকে নিয়ে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন কাবরেরা। গত ৫ মার্চ সৌদিতে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার পর ১০ মার্চ সেখানে যোগ দেন তিনি। তবে পারফরম্যান্স দিয়ে কোচের মন ভরাতে পারেননি তিনি। বর্তমানে ফাহামিদুল খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল অলবিয়া কালসিওতে। সিরি ডিতে 'জি' গ্রুপে রয়েছে ক্লাবটি। এর আগে ফাহামিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগোরনা ও লিভোরনোতে।

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

3h ago