ই-স্পোর্টস কে ‘ক্রীড়া’ ঘোষণা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

ই-স্পোর্টস। প্রতীকী ছবি: সংগৃহীত
ই-স্পোর্টস। প্রতীকী ছবি: সংগৃহীত

শুনতে আশ্চর্যজনক মনে হলেও, ভিডিও গেমস খেলাকেও ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতামূলক ভিডিও গেমিংকে আনুষ্ঠানিক স্বীকৃতি ও বৈধতা দেওয়ার ধারায় এবার যুক্ত হলো বাংলাদেশ।

বাংলাদেশে ই-স্পোর্টসকে 'ক্রীড়া' হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সরকার।

গত ১৩ জুলাই এক প্রজ্ঞাপনে 'ই-স্পোর্টসকে' এই স্বীকৃতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকের পোস্টে লিখেন, 'ই-স্পোর্টস কে 'ক্রীড়া' হিসেবে স্বীকৃতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। ই-স্পোর্টস এসোসিয়েশন গঠনের উদ্যোগ।'

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(২) ও ৬ ধারার আলোকে ই-স্পোর্টস 'ক্রীড়া' হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ইতোমধ্যে ই-স্পোর্টসের জাতীয় নীতিমালা ও দিকনির্দেশনা তৈরি করতে একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ।

এই কমিটি নির্ধারিত মানদণ্ড নিরীক্ষা সহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত পর্যালোচনা করবে।

এই কমিটির দায়িত্বের মধ্যে থাকছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিসহ (আইওসি) বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড যাচাই-বাছাই করা এবং অংশীজনদের মতামত পর্যালোচনা করা।

যাচাই-বাছাই শেষে বাংলাদেশের ক্রীড়া খাতের সঙ্গে ই-স্পোর্টসকে সুষ্ঠুভাবে সমন্বিত করার বিষয়ে সুপারিশসহ একটি পূর্নাঙ্গ প্রতিবেদন জমা দেবে ওই কমিটি।

এছাড়া জাতীয় প্রতিযোগিতায় ই-স্পোর্টস কীভাবে অন্তর্ভুক্ত ও পরিচালিত হবে সেই বিষয়েও আনুষ্ঠানিক প্রস্তাব দেবে এই কমিটি।

ই-স্পোর্টসের আনুষ্ঠানিক স্বীকৃতির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশি প্রতিষ্ঠান জেনেটিক ই-স্পোর্টস এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অলিউর রহমান সোহান। তিনি বলেন, 'এটা বাংলাদেশের গেমিং কমিউনিটির জন্য একটি জয়। (সরকারের) এই উদ্যোগ আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।'

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

3h ago