বাংলাদেশ-ভারত ম্যাচ দেখবেন যেভাবে

ছবি: ফেসবুক

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় অনুসারে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের শিলংয়ে নামবে দুই প্রতিবেশী।

বাছাইয়ের তৃতীয় রাউন্ডের 'সি' গ্রুপে আছে চারটি দল— বাংলাদেশ, ভারত, হংকং ও সিঙ্গাপুর। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুবার করে খেলবে। একবার নিজেদের মাঠে, আরেকবার প্রতিপক্ষের মাঠে। পয়েন্ট তালিকার শীর্ষ দল ঠাঁই করে নিবে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় আসরে। সব মিলিয়ে সেখানে অংশগ্রহণ করবে ২৪টি দল।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। মোবাইলে টি স্পোর্টসের অ্যাপেও ওয়েবসাইটে দেখা যাবে খেলাটি।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীর। বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকার লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে। বর্তমানে তিনি খেলছেন চ্যাম্পিয়নশিপে (ইংল্যান্ডের পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর) শেফিল্ড ইউনাইটেডের পক্ষে।

অন্যদিকে, ভারত মাঠে নামবে অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীকে নিয়ে। কিংবদন্তি এই স্ট্রাইকার দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তার নামের পাশে রয়েছে ৯৫ গোল। ফেরার ম্যাচে গত মালদ্বীপের বিপক্ষেও জাল কাঁপান তিনি।

প্রায় চার বছর পর ফুটবল মাঠে সাক্ষাৎ হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের। ২০২১ সালের অক্টোবরে মালদ্বীপে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল দুই দল।

Comments

The Daily Star  | English
Health Sector Reform Commission submits report to Yunus

Reform commission for universal primary healthcare

Also recommends permanent independent commission to govern heath sector

1h ago