হামজা-শমিতদের ম্যাচ দেখতে গুণতে হবে সর্বনিম্ন ৪০০ টাকা

hamza choudhury and jamal bhuyan

চার বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবল ফিরছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে বিপুল আগ্রহ সমর্থকদের। কারণ, এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরীর। একই সঙ্গে শমিত সোম খেলবেন লাল-সবুজ জার্সিতে প্রথম ম্যাচ।

সবশেষ আন্তর্জাতিক ম্যাচটি এখানে অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। এরপর স্টেডিয়ামটি সংস্কারের জন্য বন্ধ রাখা হয়। এবার হামজা ও শমিতের কারণে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের আসন্ন ম্যাচটির দিকে ভীষণ আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন ভক্ত-সমর্থকরা। মাঠে সাধারণ গ্যালারিতে বসে তা দেখার জন্য গুণতে হবে ন্যূনতম ৪০০ টাকা। সর্বোচ্চ ভিআইপি বক্স ও কর্পোরেট বক্সের টিকিটের মূল্য ৫ হাজার টাকা।

আজ বুধবার (২১ মে) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে আগামী ২৪ মে দুপুর ১২টা থেকে। দর্শকরা টিকিফাই ডট লাইভ (tickify.live) ওয়েবসাইটে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এই প্রসঙ্গে বাফুফের নির্বাহী সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, '২৪ মে শনিবার দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট গ্রহণ করতে পারবে। আগামীকাল থেকে বাফুফে টিকিফাইয়ের ওয়েবসাইট লিংক প্রচার করবে।'

টিকিফাইয়ের কর্মকর্তা ইফতেখার ইফতি টিকিট সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বলেন, 'আমাদের ওয়েবসাইটে এই ম্যাচ সম্পর্কে লিংক থাকবে। সেই লিংকে গিয়ে নাম, মোবাইল ও ইমেইল দিয়ে নিবন্ধন করে নির্দিষ্ট গ্যালারি ও সিট সিলেক্ট করার অপশন থাকবে। সবকিছু সম্পন্ন করার পর পেমেন্ট অপশন আসবে। ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ইমেইলে টিকিটের কপি যাবে।'

সাধারণত অনলাইনে টিকিট কেনার সময় খুব দ্রুত একটি চক্র এই টিকিট হাতিয়ে নেয়। যা পরবর্তীতে কালোবাজারি হয়। এই সমস্যা সমাধানে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫টি টিকিট কিনতে পারবেন বলে জানান টিকিফাইয়ের এই কর্মকর্তা, 'একজন ব্যক্তি একটি নাম্বার ও মেইল থেকে সর্বোচ্চ ৫ টিকিট সংগ্রহ করতে পারবেন।'

তবে এক ব্যক্তির একাধিক নাম্বার ও মেইল থাকতে পারে, সেক্ষেত্রে কী হবে তা নিয়ে অবশ্য সুনির্দিষ্ট উত্তর মেলেনি। পরে জাতীয় পরিচয়পত্রের নম্বরের কথা উল্লেখ করলেও সদুত্তর পাওয়া যায়নি।

টিকিটের মূল্য তালিকা:

সাধারণ গ্যালারি: ৪০০ টাকা

ক্লাব হাউজ-২: ২০০০ টাকা

ক্লাব হাউজ-১: ২৫০০ টাকা

ভিআইপি বক্স-২: ২৫০০ টাকা

ভিআইপি বক্স-৩: ২৫০০ টাকা

স্কাই ভিউ: ৩০০০ টাকা

ভিআইপি বক্স-১: ৪০০০ টাকা

হসপিটালিটি বক্স: ৫০০০ টাকা

কর্পোরেট বক্স: ৫০০০ টাকা।

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

9h ago