বার্সার জন্য দুঃসংবাদ, ছিটকে গেলেন ওলমো

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে ছিটকে গেলেন দানি ওলমো। স্প্যানিশ মিডফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত তিন সপ্তাহ। নিঃসন্দেহে বার্সেলোনার জন্য এটি বড় দুঃসংবাদ। কারণ, বেশ কিছু বড় ম্যাচে তাকে পাবে না কাতালানরা।
শুক্রবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে ২৬ বছর বয়সী ওলমোর চোটের সবশেষ অবস্থা জানিয়েছে বার্সা। মেডিকেল পরীক্ষানিরীক্ষার পর জানা গেছে, ডান পায়ের অ্যাডাক্টর (ঊরুর) পেশিতে চোট পেয়েছেন তিনি। তার সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ লাগবে।
আগের রাতে লা লিগায় ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ৩-০ গোলে ওসাসুনাকে উড়িয়ে দেয় বার্সেলোনা। প্রথমার্ধে ফেরান তরেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সফল স্পট কিকে ব্যবধান বাড়ান ওলমো। দ্বিতীয়ার্ধে বদলি নেমে কাতালানদের বড় জয় নিশ্চিত করেন রবার্ত লেভানদেভস্কি। তবে স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। গোল করার সাত মিনিট পর চোট পেয়ে মাঠ ছাড়েন ওলমো।
চোটের কারণে লা লিগায় তিনটি ম্যাচ নিশ্চিতভাবেই মিস করবেন ওলমো। সেগুলোতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার প্রতিপক্ষ জিরোনা, রিয়াল বেতিস ও লেগানেস। এমনকি সেল্তা ভিগোর বিপক্ষেও বাইরে থাকতে হতে পারে তাকে।
শুধু তাই নয়। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না ওলমো। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুই লেগেই দর্শক হয়ে থাকতে হবে তাকে।
২৮ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে লিগে সবার ওপরে আছে বার্সা। ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে অ্যাতলেতিকো।
Comments